Fixed Deposits Interest: ৭ শতাংশের বেশি সুদ, দেশের জনপ্রিয় এই ৫ ব্যাঙ্কে FD দিচ্ছে দারুণ লক্ষ্মী লাভের সুযোগ

Antara Nag

Published on:

Advertisements

These banks offer the highest interest on fixed deposits: বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ মানুষ সব থেকে বেশি ভরসা করেন ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমগুলিকে। এক একটি ব্যাংকে এফডির ক্ষেত্রে একেক রকম সুদ ধার্য করা হয়। সাধারণ মানুষ বিনিয়োগ করার আগে কোন ব্যাংকে কত সুদ দেওয়া হচ্ছে তা যাচাই করেন। এই মুহূর্তে আরবিআই এর রেপো রেট সবথেকে বেশি রয়েছে। শেষ কয়েক বছরে কখনোই এত বেশি রেপো রেট ধার্য করেনি আরবিআই, যতটা এই বছর করেছে। এর ফলাফল স্বরূপ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে মুক্ত হস্তে সুদ (Fixed Deposits Interest) দিচ্ছে ব্যাংকগুলি। চলুন জেনে নেওয়া যাক, সবথেকে বেশি সুদ প্রদানকারী ব্যাংকগুলির নাম।

Advertisements
1. এইচডিএফসি ব্যাঙ্ক

বেসরকারি ব্যাংকগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত ব্যাংক হলো এইচডিএফসি। এই ব্যাংকটি ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে গ্রাহকদের জন্য মোটা অংকের সুদ (Fixed Deposits Interest) অফার করে থাকে। ১৮ থেকে ২১ মাসের ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে সবথেকে বেশি সুদের হার অফার করে থাকে এইচডিএফসি ব্যাংক। সুদের হার ধার্য করা হয় ৭.২৫ শতাংশ। এছাড়া ২ ‘বছর থেকে ৩ বছর পর্যন্ত ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার অফার করে থাকে ৭.১৫ শতাংশ। ১ বছর থেকে ১৫ মাসের ক্ষেত্রে সুদের হার ধার্য করা হয় ৬.৬০ শতাংশ। এর থেকেও কম মেয়াদযুক্ত ফিক্সড ডিপোজিটের ব্যবস্থা রয়েছে। সে ক্ষেত্রে সুদের হার ৩ থেকে ৬ শতাংশের মধ্যে ধার্য করা হয়।

Advertisements
2. আইসিআইসিআই ব্যাংক

১৫ মাস থেকে ২ বছরের মেয়াদযুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সব থেকে বেশি সুদ অফার করে থাকে আইসিআইসিআই ব্যাঙ্ক। সুদের পরিমাণ ধার্য করা হয় ৭.২০ শতাংশ। এরপর রয়েছে ১৫ মাসের ফিক্সড ডিপোজিট স্কিম। এই ক্ষেত্রে সুদের হার ধার্য করা হয় ৬.৭% ২ ‘বছর থেকে ৫ বছরের মেয়াদ যুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার রাখা হয় ৭ শতাংশ। এর চেয়ে কম মেয়াদযুক্ত স্কিমগুলির ক্ষেত্রে ৩ থেকে ৬ শতাংশ সুদ ধার্য করে আইসিআইসিআই ব্যাঙ্ক।

Advertisements
3. কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক

এই ব্যাংকটিতে সবথেকে বেশি সুদ (Fixed Deposits Interest) ধার্য করা হয়, ৯০ থেকে ৯১ দিনের মেয়াদযুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। এই মেয়াদের জন্য ৭.৪% সুদ অফার করে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। ১ বছরের মেয়াদযুক্ত স্কিমের ক্ষেত্রে ৭.৩ শতাংশ এবং ২ থেকে ৫ বছরের মেয়াদযুক্ত স্কিমের ক্ষেত্রে ৭.৩% সুদ অফার করে থাকে ব্যাংকটি। অল্প সময়ের জন্য বিনিয়োগ করতে চাইলে এই ব্যাংকের তরফ থেকে সুদ ধার্য করা হয় ২.৭৫ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ।

আরও পড়ুন ? Tata Nano EV: ইলেকট্রিক ভার্সনে ফিরে আসছে রতন টাটার স্বপ্নের গাড়ি ন্যানো! শুরু জোর জল্পনা

4. পিএনবি

শুধু বেসরকারি নয়, সরকারি ব্যাংকগুলিতেও পাওয়া যায় মোটা অংকের সুদ (Fixed Deposits Interest)। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে চড়া সুদ অফার করছে গ্রাহকদের। ৩০০ দিনের মেয়াদ যুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭.১০ শতাংশ সুদ ধার্য করা হয়। আবার ৪০১ দিন থেকে ২ বছরের মেয়াদ যুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৬.৮৫% সুদ দিচ্ছে ব্যাংক। ১ বছরের স্কিমের ক্ষেত্রে সুদ রয়েছে ৬.৮০ শতাংশ। ১ বছর থেকে ৩ বছরের মেয়াদযুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদ ধার্য করা হয়েছে ৭.৫%। তার চেয়ে কম মেয়াদযুক্ত স্কিমগুলির ক্ষেত্রে ৪.৫৫ শতাংশ থেকে ৬ শতাংশ সুদ অফার দিয়ে থাকে পিএনবি।

5. এসবিআই

সরকারি ব্যাংকগুলোর মধ্যে যে ব্যাংকে সব থেকে বেশি সুদ (Fixed Deposits Interest) পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২ বছর থেকে ৩ বছর মেয়াদযুক্ত স্কিমের ক্ষেত্রে ৭ শতাংশ সুদ ধার্য করেছে এসবিআই। ৩ থেকে ৫ বছরের মেয়াদযুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৬.৭৫ শতাংশ সুদ ধার্য করা হয়েছে ব্যাংকের তরফ থেকে। তবে সবরকম স্পেশাল স্কিমকে সুদ বৃদ্ধির এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে।

Advertisements