BJP Lok sabha Election: এবারের লোকসভায় কাদের কাদের টিকিট দেবে না বিজেপি, তৈরি ব্লু প্রিন্ট

নিজস্ব প্রতিবেদন : দেখতে দেখতে এগিয়ে আসছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন (Lok sabha Election 2024)। এবারের লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই কেন্দ্রের শাসকদল বিজেপি এবং বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি নিজেদের ব্লু প্রিন্ট তৈরি করতে শুরু করেছে। বিজেপির তরফ থেকে একদিকে যেমন নিজেদের জোট সঙ্গীদের নিয়ে তাদের ভোটের টিকিট দেওয়া হবে আর কাদের দেওয়া হবে না তা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া, ঠিক সেই রকমই বিরোধী জোটের তরফ থেকেও একই কাজ সেরে ফেলে নেওয়া হচ্ছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ফের একবার বিপুল সংখ্যক আসনে জয়যুক্ত হয়ে বিজেপির হ্যাটট্রিক করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও বিজেপির তরফ থেকে মোটামুটি ভাবে চলতি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকের মধ্যেই প্রার্থী তালিকা ঠিক করে নেওয়া হতে পারে। প্রার্থী তালিকা ঠিক করার পাশাপাশি ভোট ঘোষণা হলেই সেই তালিকা প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।

বিজেপিকে দেখা যায় প্রতিবছরই ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করতে। আশা করা হচ্ছে এই বছরও ধাপে ধাপে তারা প্রার্থী তালিকা প্রকাশ করবে। প্রথম যে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে সেই প্রার্থী তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম থাকবে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও একইভাবে প্রথম তালিকাতে নাম থাকতে দেখা গিয়েছিল এই সকল নেতাদের।

আরও পড়ুন 👉 BJP West Bengal: বিজেপিতে বাড়তে চলেছে সাংসদ সংখ্যা! যোগ দিতে চলেছেন তৃণমূলের এই সাংসদ

বিজেপি বিশ্বের বৃহত্তম এক রাজনৈতিক দল। যে কারণে যে কোন নির্বাচনে তাদের কাছে প্রার্থী নির্বাচন করা অনেক কঠিন কাজ হয়ে দাঁড়ায়। তবে এবার প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে বিজেপি যে পথে হাঁটবে বলে জানা যাচ্ছে তাতে বহু জনপ্রিয় বিজেপি নেতারা আর টিকিট নাও পেতে পারেন। বহু দিক বিচার বিবেচনা করে বিজেপির তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে বিজেপি সূত্রে।

মূলত এবারের লোকসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে নতুন মুখদের দিয়ে বাজিমাত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন মুখদের দিয়ে বাজিমাত করার পাশাপাশি বিজেপির লক্ষ্য রয়েছে ৫০% আসন পাওয়া। এরই পরিপ্রেক্ষিতে এবার সেই সকল নেতাদের আর টিকিট দেওয়া হবে না বলে জানা যাচ্ছে, যাদের বয়স ৭০ বছর পেরিয়ে গিয়েছে এবং তিনবারের বেশি জিতে সাংসদ হয়েছেন। এছাড়াও বিজেপির প্রথম তালিকায় সেই সকল কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে যেগুলি বিজেপি কোনদিন জেতেনি অথবা কম ব্যবধানে জিতেছে।