নিজস্ব প্রতিবেদন : আগামী ১৯ এপ্রিল দেশজুড়ে প্রথম দফা ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়ে যাবে ২০২৪ সালের লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি জোর প্রচার চলছে পশ্চিমবঙ্গেও। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গকে নিয়ে রাজনৈতিক মহলের আলাদা কৌতুহল রয়েছে।
পশ্চিমবঙ্গকে নিয়ে এমন আলাদা কৌতূহলের মূল কারণই হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা তার নেতৃত্বে চলা তৃণমূল পশ্চিমবঙ্গে দীর্ঘ দিন ধরেই শাসনে রয়েছে, এছাড়াও যখনই কেন্দ্রের কোন বিরোধিতার প্রসঙ্গ আসে তখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে বিরোধীরা এগিয়ে যেতে চান। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের ফলাফল লোকসভায় কেমন হবে তা নিয়ে চরম কৌতূহল রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে।
রাজনৈতিক মহলের এমন কৌতুহল দূর করার জন্য বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই জনমত সমীক্ষা পেশ করেছে। সম্প্রতি জনমত সমীক্ষা প্রকাশ করেছে এবিপি সি ভোটার। তাদের তরফ থেকে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের জনমত সমীক্ষা প্রকাশ করা হয়েছে। যে জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে কোন কোন তারকা প্রার্থীর সাংসদ হওয়ার স্বপ্ন পূরণ নাও হতে পারে।
আরও পড়ুন ? Kolkata Bus Service: মাথায় হাত বাসিন্দাদের! কলকাতা থেকে উধাও হয়ে যেতে পারে ৫০ শতাংশ বাস
এই বছর লোকসভা নির্বাচনে যে সকল তারকা প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে রয়েছেন তৃণমূলের ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, শতাব্দি রায়, দীপক অধিকারী ওরফে দেব, জুন মালিয়া, সায়নী ঘোষ, কীর্তি আজাদ। এছাড়াও চর্চিত প্রার্থী হিসেবে যারা রয়েছেন তারা হলেন দেবাংশু ভট্টাচার্য, সুজাতা মন্ডল, মহুয়া মৈত্র প্রমূখরা। অন্যদিকে বিজেপির যে সকল তারকা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন হিরন্ময় চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল। বিজেপির চর্চিত প্রার্থীরা হলেন দিলীপ ঘোষ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অর্জুন সিং, সৌমিত্র খাঁ, দেবাশিস ধর প্রমুখরা। কংগ্রেসের চর্চিত প্রার্থী হিসাবে তালিকায় যার নাম প্রথমেই রয়েছে তিনি হলেন অধীর রঞ্জন চৌধুরী। বামফ্রন্টের ক্ষেত্রে রয়েছেন মহঃ সেলিম ছাড়াও একগুচ্ছ তরতাজা মুখ।
তবে এই লোকসভার নির্বাচনের ফলাফল কি হতে পারে সেই নিয়ে এবিপি সি ভোটার যে জনমত সমীক্ষা প্রকাশ করেছে সেই জনমত সমীক্ষা অনুযায়ী সাংসদ হওয়ার স্বপ্ন অধরা থাকতে পারে তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ। অন্যদিকে হেরে যেতে পারেন দেবাংশু ভট্টাচার্য ও সুজাতা মন্ডল। একইভাবে সাংসদ হওয়ার স্বপ্ন পূরণ নাও হতে পারে বিজেপির তারকা প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের। একইভাবে সাংসদ হওয়ার স্বপ্ন অধরা থাকতে পারে দেবাশীষ ধরের। অন্যদিকে বামফ্রন্টের কারো সাংসদ হওয়ার স্বপ্ন পূরণ নাও হতে পারে এবার লোকসভা নির্বাচনে।