বাংলাএক্সপি ডেস্কঃ মমতার তৃণমূল সরকার এই বছর দুর্গা পুজোর আগেই রাজ্যের রেজিস্টার্ড ক্লাব, পুজো উদ্যোক্তা, যারা দুর্গাপুজোর আয়োজন করে থাকেন তাদের জন্য বিরাট সুখবর দেয়। দুর্গাপুজোর আগেই তাদের জন্য ৮৫ হাজার টাকা করে অনুদান (Durga Puja Govt Donation) দেওয়ার ঘোষণা করা হয়। আবার পরের বছর এই টাকা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হবে বলেও জানানো হয়। কিন্তু এবার রাজ্যের একের পর এক ক্লাব ও পুজো উদ্যোক্তারা এই অনুদান বয়কট (Durga Puja Govt Donation Boycott) করছে।
রাজ্যের ক্লাবগুলির এইভাবে রাজ্য সরকারের দেওয়া হাজার হাজার টাকা দুর্গাপুজোর অনুদান বয়কট করার পিছনে রয়েছে আরজি কর কান্ড। যে আরজি করে একজন তরতাজা মহিলা চিকিৎসককে ধর্ষণ, অত্যাচারের মুখে পড়ে প্রাণ হারাতে হয়েছে। যে আরজি কর কাণ্ডের জন্য এখন রাজ্যের পাশাপাশি দেশ-বিদেশেও ন্যায্য বিচার চাওয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দুর্গা পুজো উদ্যোক্তাদের ৮৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা করার সঙ্গে সঙ্গেই এই টাকা বয়কট করেছিল বিজেপি নেতা ও কাউন্সিলর সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়্যার পুজো। যদিও তাদের এই টাকা নেওয়ার অস্বীকার করার পিছনে আরজি কর কান্ড নেই। কেননা আরজি কর কান্ডের ঘোষণার অনেক আগেই তারা এই টাকা নিচ্ছে না এমন ঘোষণা করে দেয়। গত কয়েক বছর ধরেও এমনটা দেখা গিয়েছে।
আরও পড়ুন : Train Viral Video: দুখন্ড হয়ে গেল ট্রেন, পড়ে রইল ৮টি কোচ, ভারতীয় রেলের নতুন কীর্তির ভিডিও
তবে আরজি করের ঘটনার পর টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় হুগলি উত্তরপাড়ার ভদ্রকালীর মহিলাদের দ্বারা পরিচালিত বৈঠান সংঘের পুজো উদ্যোক্তারা। তাদের এমন ঘোষণার পর প্রায় আরও তিনটি এইরকম পুজো উদ্যোক্তারা সরকারের ৮৫ হাজার টাকার অনুদান না নেওয়ার ঘোষণা করে। হুগলির কোন্নগড়ের পুজো উদ্যোক্তাদের তরফ থেকে মাইকিং করে, ফ্লেক্স ছাপিয়ে সরকারের টাকা না নেওয়ার ঘোষণা করা হয়।
আর এসবের পর এবার আরজি করের ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদের লালগোলার কৃষ্ণপুর সন্ন্যাসীতলার মহিলাদের দ্বারা আয়োজিত দুর্গাপুজো কমিটির তরফ থেকে সরকারি অনুদান ফেরতের ঘোষণা করা হয়েছে। রবিবার সোশ্যাল মিডিয়ায় এমনটাই ঘোষণা করেছেন ওই পুজো কমিটির সভাপতি কল্পনা ঘোষ। আরজি কর কান্ডের প্রতিবাদে, মহিলা ডাক্তার খুনের প্রতিবাদে তাদের তরফ থেকে সরকারের এই টাকা প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানানো হয়েছে। রাজ্যের একাধিক ক্লাব এইভাবে সরকারি অনুদান বয়কট করা রাজ্য সরকারকে যোগ্য জবাব দিচ্ছে বলেই মনে করছেন অনেকে।