নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে তরতরিয়ে তাপমাত্রার পারদ বাড়তে শুরু করে রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা তাপে পুড়তে থাকে। তাপপ্রবাহে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়ায় বাসিন্দাদের। শুধু দক্ষিণবঙ্গ নয়, পাশাপাশি উত্তরবঙ্গের হাতে গোনা কয়েকটি জেলা ছাড়া বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়। ভয়ংকর এই পরিস্থিতি থেকে প্রতিটি মানুষ মুক্তি পেতে তাকিয়ে বৃষ্টির দিকে।
গত কয়েকদিন ধরেই চাতকের মত বৃষ্টির দিকে তাকিয়ে থাকলেও কোনরকম খুশির খবর দিতে পারেনি হাওয়া অফিস (Weather Office)। তবে সম্প্রতি হাওয়া অফিসের তরফ থেকে স্বস্তির খবর দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে, শুক্রবার থেকেই বৃষ্টির মুখ দেখতে পাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে এর সঙ্গে সঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতিও বজায় থাকবে একাধিক জেলায়।
শুক্রবার তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। শনিবারও তাপপ্রবাহ বজায় থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায়।
তবে শুক্রবার দক্ষিণবঙ্গের চার জেলা বৃষ্টিতে ভিজবে বলে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। সৌভাগ্যবান সেই চার জেলা হলো দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই সকল জেলার বেশ কিছু অংশ শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া।
অন্যদিকে আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্তমানে যে অসহ্য গরমের পরিস্থিতি চলছে তা শনিবার থেকে কমতে শুরু করবে। ধীরে ধীরে তাপমাত্রার পারদ কমবে। সাময়িকভাবে অস্বস্তিকর গরম থেকে মুক্তি পাবে রাজ্যের মানুষ।
অন্যদিকে শনিবার এবং রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কিছু জায়গায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে ঝড় বইবে এবং বৃষ্টির দেখা মিলবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।