UPSC Exam: UPSC পরীক্ষায় বসতে গেলে অবশ্যই লাগবে এই নথিগুলো, সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার

Prosun Kanti Das

Published on:

Advertisements

UPSC Exam: সম্প্রতি দেশের বড় বড় পরীক্ষায় বিভিন্ন দুর্নীতির খবর সামনে আসছে, যা দেশের পক্ষে সত্যি লজ্জার। ইউপিএসসি পরীক্ষা হলো দেশের সবথেকে কঠিনতম পরীক্ষা, এবার এতে পড়েছে দুর্নীতির ছায়া। এই পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার? আসুন আজকের প্রতিবেদনে আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নিই।

Advertisements

পূজা খেড়কর কাণ্ড রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশে। দেশের সবথেকে বড় ও কঠিনতম পরীক্ষাকে (UPSC Exam) প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এরজন্য। এই কারণে কেন্দ্র কড়া হাতে বিষয়টি দেখছে এবং নিয়েছে বড় সিদ্ধান্ত। অবশেষে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-কে আধার ভিত্তিক ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের অনুমতি দিল কেন্দ্র। নয়া নিয়ম অনুসারে রেজিস্ট্রেশনের সময় আধারের তথ্য লাগবে আবার পরীক্ষা ও নিয়োগের সময়ও আধার কার্ড খুঁটিয়ে পরীক্ষা করতে হবে। কোনরকম প্রশ্নের মুখোমুখি যাতে আর না হতে হয় সেরকমই ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার।

Advertisements

সম্প্রতি দেশে এমনই একটি লজ্জা জনক ঘটনা ঘটেছে যা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আমরা সকলেই জানি ইউপিএসসি (UPSC Exam) হল দেশের কঠিনতম পরীক্ষা, যাকে উত্তীর্ণ করা অসাধ্য সাধন করার সমান। সেই পরীক্ষাতেই যদি দুর্নীতি প্রবেশ করে তাহলে এর থেকে বড় অসম্মানের আর কিছুই হতে পারে না। পূজা খেড়কর নামক একজন ট্রেনি আইএএস অফিসারের ভুয়ো নথি ও তথ্য দিয়ে ইউপিএসসি পাশ করা এবং প্রতারণা করে চাকরি পাওয়ার ঘটনা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে কেন্দ্রীয় সরকারের এই কঠিনতম পরীক্ষাকে। ইউপিএসসি-র পক্ষ থেকে বাতিল করা হয়েছে তার নিয়োগপত্র। এই ঘটনার থেকে শিক্ষা নিয়েই কঠিন ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। অযোগ্যরা যাতে মিথ্যে নথির সাহায্যে চাকরি না পেতে পারে এবং উপযুক্ত যোগ্য প্রার্থীরা যাতে এই চাকরি পেতে পারে তারই ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার।

Advertisements

আরো পড়ুন: চালু হলো নতুন তিনটি বন্দে ভারত এক্সপ্রেস, দেখে নিন রুট ও ভাড়া

কেন্দ্রের তরফ থেকে একটি নির্দেশিকা সামনে আনা হয়েছে যাতে উল্লেখ করা আছে, ইউপিএসসি-তে (UPSC Exam) এবার থেকে অনুমতি দেওয়া হচ্ছে আধার ভিত্তিক ভেরিফিকেশনের। রেজিস্ট্রেশনের সময় আবেদনকারীর পরিচয় যাচাই করার জন্য প্রয়োজন হবে আধার অথেনটিকেশন। এছাড়া পরীক্ষা ও নিয়োগের বিভিন্ন ধাপেও ই-কেওয়াইসি (e-KYC) পদ্ধতিতে প্রার্থীর পরিচয় যাচাই করা হবে। কেন্দ্র জানিয়ে দিয়েছে যে, ইউআইডিএআই (UIDAI)-র নিয়ম ও নির্দেশ মেনেই ইউপিএসসি (UPSC) এই ভেরিফিকেশন করা হবে।

এই নতুন ব্যবস্থায় আধার ভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন, ফেসিয়াল রেকগনিশন, ই-অ্যাডমিটের কিউআর কোড স্ক্যান, লাইভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সিসিটিভি সার্ভিসের ব্যবহার করা হবে। তাই প্রতারণা এবং জালিয়াতির আর কোন প্রশ্ন থাকছে না। চলতি বছরের জুন মাস থেকেই ইউপিএসসি-র তরফে ফেসিয়াল রেকগনিশন ও এআই ভিত্তিক সিসিটিভি ব্যবহারের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে।

Advertisements