These five actions shorten the life of the smartphone: স্মার্টফোন (Smartphone) ছাড়া আমাদের জীবন কিন্তু একেবারেই অচল। সময় কাটানো থেকে শুরু করে বিভিন্ন জরুরী কাজ এই স্মার্টফোনের মাধ্যমেই হয়ে থাকে। কিন্তু মানুষ কি আদৌ এর সঠিক ব্যবহার করে? মনে হয় খুবই কম। একটা স্মার্টফোন ততদিনই যাবে যতদিন আপনি যত্ন সহকারে টিকিয়ে রাখতে পারবেন। অর্থাৎ একমাত্র আপনার হাতেই রয়েছে এর আয়ু। আপনি যদি সম্প্রতি কোনো ফোন কিনে থাকেন তাহলে কিছু বিষয় প্রথম থেকেই জেনে রাখা দরকার। এতে সদ্য কেনা ফোনটার আয়ু বাড়বে এমনকি আপনাকে সেই ফোন নিয়ে বারবার মেকানিকের কাছে বা সার্ভিস সেন্টারে দৌড়াতে হবে না। স্মার্টফোনের ক্ষেত্রে আমরা যে ছয়টি ভুল করে থাকি, সেগুলো সম্পর্কে জেনে নিন। কখনোই করবেন না এই ভুলগুলি।
এমন ঘটনা অনেক সময় ঘটে যে মাস ছয়েক আগে আপনার ফোনে (Smartphone) সফটওয়্যার আপডেট এসে পৌঁছেছিল। কিন্তু আপনি তা গুরুত্ব দেননি। সফটওয়্যার যদি যথাসময়ে আপডেট না করা হয় তাহলে সাইবার ঝুঁকি বেড়ে যায়। তাই গুরুত্ব সহকারে যথাসময়ে ফোনের সেটিংসে গিয়ে সফটওয়্যার আপডেট করে নেওয়া উচিত। এছাড়াও, অ্যাপগুলোকে বিভিন্ন তথ্যের অনুমতি দেওয়ার আগে অবশ্যই ভেবে নেবেন। কোন অ্যাপ আপনার সম্পর্কে কতটা জানতে পারবে, সেটা আপনিই ঠিক করতে পারেন। সর্বদা অ্যাপগুলোকে নিজের সম্পর্কিত তথ্য জানতে দেওয়ার আগে সতর্ক থাকবেন।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বেশিরভাগ সময় চার্জারের দাম বেশি হওয়ার ফলে আমরা সাধারণত অথোরাইজড বা অনুমোদিত চার্জার এড়িয়ে চলি। বাজার থেকে কেনা সস্তার চার্জার কিন্তু আপনার ফোনের আয়ু কমিয়ে দিতে পারে। এই ধরনের আনঅথোরাইজড চার্জারগুলো সবসময়ই এড়িয়ে চলা উচিত। অন্যদিকে, ফোন কিন্তু দ্রুত খারাপ হয়ে যায় ওভারচার্জিংয়ের কারণে। ফোন বেশি দিন টিকিয়ে রাখতে, বিশেষ করে তার ব্যাটারি যদি বাঁচিয়ে রাখতে চান ডিভাইসটিকে যথাযথ চার্জ দিতে হবে। কোনো স্মার্টফোন (Smartphone) ১০০% চার্জ দেওয়া উচিত নয়। আবার ১৫% এর নিচে ব্যাটারি নামতে শুরু করলেই তা চার্জে বসানো উচিত।
আরও পড়ুন ? Safest Smartphone: হ্যাকারদেরও হাতড়াতে হবে! এসে গেল এমনই ৪ স্মার্টফোন, তবে দাম আকাশছোঁয়া
যখন আমাদের ফোনের (Smartphone) ডেটা হারিয়ে যায় তখন আমরা যথেষ্ট সমস্যায় পড়ি। কিন্তু ডেটা সুরক্ষিত রাখতে আদৌ কি কোন পদক্ষেপ নেওয়া হয়? যথাসময়ে এবং নিয়মিত কি আমরা আদৌ ডেটা ব্যাকআপ করি? অনেকেই ডেটা ব্যাকআপ করেন না সে ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। কোন কারনে যদি আপনার ফোন হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় সেই ডেটা আপনি কখনোই আর পাবেন না। তাই, নির্দিষ্ট সময়ে ফোনের ডেটা ব্যাকআপ করুন
আপনি কি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন? অনেক সময় বাইরের অন্যান্য সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করা হয় কিন্তু তার আগে আপনাকে সতর্ক হতে হবে। সবসময় গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরের মতো বিশ্বস্ত সূত্র থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত। এই বিষয়গুলো মাথায় রাখতে পারলে আপনার স্মার্টফোনের আয়ু সহজে কমবে না।