Indians Prohibited Tourist Places: ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ! বিদেশ নয়, ভারতেই রয়েছে এমন ৫ জায়গা

Prosun Kanti Das

Published on:

These five tourist places in Indians are strictly prohibited for Indians: নানা বৈচিত্রে ভরা আমাদের এই দেশ। এই দেশের সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে। এই দেশ জুড়ে রয়েছে নানা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পর্যটন কেন্দ্র। ভারতের প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রচুর বিদেশি এখানে ভ্রমণ করতে আসেন। কেউ সমুদ্র, কেউ বা জঙ্গল, কেউ আবার রেস্তোরাঁয় খাবার খেতে পছন্দ করেন। তবে আপনি জানলে অবাক হবেন, ভারতেই এমন বেশ কয়েকটি জায়গা রয়েছে যেখানে বিদেশিদের প্রবেশাধিকার থাকলেও কোনো ভারতীয় সেখানে প্রবেশ করতে পারে না। ভারতের মধ্যেই অবস্থিত সে সব জায়গায় ভারতীয়দের প্রবেশ কঠোর ভাবে নিষিদ্ধ (Indians Prohibited Tourist Places)।

১) হিমাচল প্রদেশে ফ্রি কাসোল ক্যাফে: ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র হিমাচল প্রদেশের কুলু মানালি। এখানেই পাহাড়ের কোলে রয়েছে কাসোল নামক একটি গ্রাম। বহু পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন। এখানে রয়েছে ফ্রি কাসোল নামক একটি ক্যাফে। তবে এখানে ভারতীয়দের প্রবেশ নাকি নিষিদ্ধ। গায়ের রং ও পাসপোর্ট দেখেই এখানে প্রবেশ করানো হয়। ক্যাফের মালিক জানিয়েছেন, এখানে ভারতীয় পর্যটকরা এসে খুবই খারাপ ব্যবহার করে, সে কারণে এমন নিয়ম করা হয়েছে।

২) গোয়ার আঞ্জুনা বিচ: একবার গোয়ার গিয়ে বিচে শুয়ে সূর্যের আলো গায়ে মাখতে চান অনেকেই। তবে গোয়ায় এমন একটি বিচ রয়েছে যা শুধু বিদেশিদের জন্য সংরক্ষিত (Indians Prohibited Tourist Places)। এই বিচটি হলো গোয়ার আঞ্জুনা বিচ। এই বিচে কোনো ভাবেই ভারতীয়রা প্রবেশ করতে পারে না। এখানেও শোনা যায় এদেশীয় পর্যটকরা নাকি বিদেশি পর্যটকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। সে জন্য এটি শুধুমাত্র বিদেশিদের জন্য সংরক্ষিত করা হয়েছে। এ নিয়ে প্রতিবাদ হলেও, সুরাহা মেলেনি।

৩) আহমেদাবাদের সাকুরা রেস্তোরাঁ: গুজরাটের এই রেস্তোরাঁয় বেশ জনপ্রিয়তা রয়েছে। তবে এখানে নেই ভারতীয়দের প্রবেশের অধিকার (Indians Prohibited Tourist Places)। এই রেস্তোরাঁয় প্রবেশ করতে গেলে লাগবে বিদেশি পরিচয় পত্র। কেবল জাপানিরাই এই রেস্তোরাঁয় প্রবেশ করতে পারে। জানা যায়, এক সময় কিছু ভারতীয় এই রেস্তোরাঁয় গিয়ে বেশ খারাপ ব্যবহার করেছিলেন। তারপর থেকেই এই রেস্তোরাঁয় ভারতীয়দের প্রবেশ নিষেধ করা হয়।

৪) চেন্নাইয়ের রেড ললিপপ হোস্টেল: চেন্নাইয়ের কেন্দ্রে অবস্থিত হোস্টেলটিতে ভারতীয়দের প্রবেশ নিষেধ। এখানে কেবল ভারতে ঘুরতে আসা পর্যটকেরা ঢুকতে পারবে। হোস্টেলের ওয়েবসাইটেও এ বিষয়ে বলা হয়েছে। তবে বিদেশে থাকা কোনো ভারতীয়র কাছে পাসপোর্ট থাকলে সে এই হোস্টেলে ঢুকতে পারবেন। যদিও এ নিয়েও অনেক প্রতিবাদ হয়েছে। তবে নিয়ম পরিবর্তন হয়নি।

৫) বেঙ্গালুরুর উনো-ইন হোটেল: নিপ্পোন ইনফ্রাস্ট্রাকচর কোম্পানি বেঙ্গালুরুতে জার্মানি কর্পোরেটদের জন্য বানিয়েছিল এই হোটেলটি। আর এই হোটেলেই ভারতীয়দের প্রবেশ করতে দেওয়া হতো না। এ নিয়ে গত ২০১৪ সালে বেশ শোরগোল শুরু হয় এবং সরকারের হস্তক্ষেপে এই নিয়ম পরিবর্তন করতে বাধ্য হয় হোটেল কর্তৃপক্ষ। পরবর্তীতে এই হোটেলটি বন্ধ করে দেওয়া হয় (Indians Prohibited Tourist Places)।