February Lottery Horoscope: ফেব্রুয়ারিতে ভাগ্য খুলবে এই পাঁচটি রাশির, কাটতে পারেন লটারি

Prosun Kanti Das

Published on:

Advertisements

February Lottery Horoscope: নতুন মাস মানেই মাথায় আসে নতুন চিন্তাভাবনা। কেমন যাবে এই নতুন মাস সেটা সকলেরই চিন্তার বিষয়। বিশেষ করে আর্থিক দিকটা নিয়ে সকলেই খুব চিন্তায় থাকে। অর্থ আসবে নাকি অর্থ বেরিয়ে যাবে সেটা জানার ইচ্ছা সকলেরই থাকে। চলুন জেনে নিই নতুন মাসে কেমন আয় হবে, নাকি আয়ের তুলনায় ব্যয়ই বেশি হবে? আদৌ কি কিছু সঞ্চয় করা যাবে এই নতুন মাসে? যদি চটজলদি অর্থ উপার্জন করতে চান তাহলে লটারি কাটার মতো ভালো উপায় আর নেই। নতুন মাসে আপনি আপনার ভাগ্য পরখ করে দেখতে পারেন। হয়তো লটারি কেটে হঠাৎ করে হয়ে যেতে পারে আপনার অর্থপ্রাপ্তি। এই প্রতিবেদনের মধ্যে জানতে পারবেন কোন কোন রাশি এই নতুন মাসে লটারি কাটতে পারবেন।

Advertisements

বৃষ:– ফেব্রুয়ারি মাসে আর্থিক দিক থেকে বৃষ রাশির একটা ভালো সময় নয়। লটারির টিকিট কাটার জন্য মাসের (February Lottery Horoscope) মধ্য এবং শেষের দিকটা বেছে নিতে পারেন। মাসের শুরুর দিকে ভুলেও লটারির টিকিট কাটতে যাবেন না।

Advertisements

মিথুন:– মিথুন রাশি ফেব্রুয়ারি মাসটা ভালোভাবেই কাটাতে পারবেন। আর্থিক দিক থেকে ভালই হবে এই মাস। খরচ হবে, তবে আয়ের পরিমাণও ঠিক থাকবে। মাসের প্রথমের দিকে লটারির টিকিট (February Lottery Horoscope) কাটতে পারেন।

Advertisements

মেষ:– মেষ রাশির জাতকেরা ফেব্রুয়ারি মাসে অর্থ বুঝে খরচ করুন। ফেব্রুয়ারি মাসে আর্থিক উন্নতির যোগ আপনাদের ভাগ্যে নেই। তবে চাইলে লটারি কাটতে পারেন। যদি লটারির টিকিট কাটার ইচ্ছা হয় তা হলে বেশি অর্থের দিকে যাবেন না, অল্প অর্থ এর টিকিট কাটুন।

সিংহ:– সিংহ রাশির জাতকদের এই মাস আর্থিক দিক মোটামুটি কাটবে। লটারির টিকিট কাটার ইচ্ছা থাকলে মাসের শুরুতেই কাটুন। কিন্তু খবরদার মাসের শেষের দিকে টিকিট কাটবেন না।

কর্কট:– ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতক-জাতিকাদের আয় এবং ব্যয়ে সমতা বজায় থাকবে। এমনকি সঞ্চয়ও ভালো হবে। কিন্তু আর্থিক দিকে সতর্কতা অবশ্যই অবলম্বন করুন। মাসের শেষ ভাগে এক বার কম অঙ্কের লটারি (February Lottery Horoscope) কেটে দেখতে পারেন।

কন্যা:– ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির জাতিকদের ভালই কাটবে। কিন্তু খরচ একটু বুঝে করতে হবে, তাই খুব বেশি অঙ্কের লটারির দিকে যাবেন না। অল্প অঙ্কের লটারি কাটুন।

বৃশ্চিক:– ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের খরচের হাত কমানো উচিত। কিন্তু লটারির টিকিট কেটে দেখতে পারেন। এই মাসের মধ্য ভাগে আর্থিক দিকে ভাল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু:– ধনু রাশির জাতকেরা এই মাসে ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন। সামান্য অঙ্কের লটারি কেটে দেখতে পারেন। হঠাৎ করে অর্থ পাওয়ার যোগ রয়েছে।

আরও পড়ুন: ৩৫০ এবং ৫ টাকার নতুন নোট দেখা গেলো বাজারে, কী জানাল আরবিআই

তুলা:– তুলা রাশির ব্যক্তিরা আর্থিক দিকে সুখবর পেতে পারেন। গোটা মাসটা আপনাদের আর্থিক দিক খুব ভাল কাটবে। ফেব্রুয়ারি মাসের যে কোনও সময়ে আপনারা লটারির টিকিট কাটতে পারেন।

কুম্ভ:– কুম্ভ রাশির জাতক-জাতিকারা ফেব্রুয়ারি মাসের মধ্য ভাগে আর্থিক উন্নতি দেখতে পাবেন। লটারির টিকিট কাটতে চাইলে মাসের মধ্য ভাগের পর কাটুন।

মীন:– মীন রাশির জাতকদের খরচের পরিমাণ বাড়তে পারে। বুঝে খরচ করুন, লটারির দিকে এগোনোর আগে একটু ভাবনাচিন্তা করা প্রয়োজন। লটারির টিকিট কাটতে চাইলে, মাসের শেষের দিকে এক বার কেটে দেখতে পারেন।

মকর:– মকর রাশির জাতকদের যেমন আয় হবে, তেমনই ব্যয় হবে। তবে একটু ভাবনাচিন্তা করে লটারির টিকিট কাটুন। খুব বেশি আশা করা ঠিক হবে না। লটারি কেটে ছোটখাটো পুরস্কার পেতে পারেন।

Advertisements