নিজস্ব প্রতিবেদন : অস্ট্রেলিয়া সফরে থাকাকালীনই হঠাৎ অবসর গ্রহণ করতে দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনকে। তার আচমকা এমন অবসর গ্রহণে চমকে গিয়েছিল ক্রিকেট জগত। আর অবসর গ্রহণের মাঝখানেক যেতে না যেতেই অবশ্য তার নাম উঠল পদ্মশ্রীর তালিকায়।
৭৬ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই বছর পদ্ম পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। যে তালিকায় ১৩১ জনের নাম উঠে পদ্মশ্রী পুরস্কারের জন্য, ১৯ জনের নাম উঠে পদ্মভূষণ পুরস্কারের জন্য এবং ৭ জনের নাম উঠে পদ্মবিভূষণ পুরস্কারের জন্য। এই ১৩১ জনের পদ্ম পুরস্কারের তালিকায় রবিচন্দ্রন অশ্বিন ছাড়াও নাম উঠেছে আরও ৪ জন ক্রীড়া ব্যক্তিত্বের।
আরও পড়ুন : পদ্মশ্রী জুটলো অরিজিৎ-এর কপালে, তালিকায় রয়েছেন আরও কারা
পদ্ম তালিকায় রবিচন্দ্রন অশ্বিন ছাড়াও যাদের নাম উঠেছে তারা হলেন পি আর শ্রীজেশ। তাকে পদ্মভূষণ পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। এর পাশাপাশি ভারত সরকারের তরফ থেকে পদ্মশ্রী পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে ক্রীড়াবিদ আইএম বিজয়ন। এছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন হরবিন্দর সিং, যিনি প্যারালিম্পিকে সোনা জয় করেছিলেন। কুস্তিগীর কোচ সত্যপাল সিংকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করার জন্য নাম ঘোষণা করেছে কেন্দ্র।
বিজয়ন একজন জনপ্রিয় ফুটবলার। যিনি কলকাতাতেও খুব জনপ্রিয়। অশ্বিনকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। অন্যদিকে তীরন্দাজিতে প্রথম সোনার জিতে ছিলেন প্যারালিম্পিকের অ্যাথলিট হরবিন্দর সিং। শ্রীজেশ হলেন ভারতীয় হকির সেরাদের মধ্যে অন্যতম। অন্যদিকে সত্যপাল সিং হলে অন্যতম জনপ্রিয় কুস্তিগীর।