GST: দুধ থেকে রেলের টিকিট, কোন কোন জিনিসের দাম কমল, কিসের বাড়ল? কী জানালেন অর্থমন্ত্রী

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : কোন জিনিসের দাম বাড়বে আর কোন জিনিসের দাম কমবে তা অনেকটাই নির্ভর করে ওই সকল জিনিসের উপর বসানো করের উপর। কর বাড়লে স্বাভাবিকভাবেই জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, কর কমলে জিনিসপত্রের দাম কমে যায়। যে কারণে এবার ৫৩ তম জিএসটি কাউন্সিলের বৈঠকের আগে ব্যবসায়ী মহলের তরফ থেকে বিভিন্ন জিনিসের উপর থেকে জিএসটি (GST) কমানোর দাবি তুলেছিল।

গত শনিবার জিএসটি কাউন্সিলের ৫৩ তম বৈঠক হয়। যে বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বেশ কিছু ক্ষেত্রে দেশের মানুষদের খুশির খবর দিয়েছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে মিলেছে খারাপ খবর। তবে এবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর অধিকাংশ ক্ষেত্রেই খুশির খবর দেওয়া হয়েছে এবং মনে করা হচ্ছে ওই সকল জিনিসপত্রের দাম বা খরচ কমবে।

১) জিএসটি কাউন্সিলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী দুধের উপর এবার জিএসটি বসানো হবে। তবে সব ধরনের দুধের উপর নয় বরং যেকোনো ধরনের ক্যান বা কৌটোর দুধের উপর ১২% জিএসটি দিতে হবে। এর ফলে ইস্পাত, লোহা অথবা অ্যালুমিনিয়ামের ক্যান দুধের দাম বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

২) প্ল্যাটফর্ম টিকিট থেকে শুরু করে ওয়েটিং রুম ব্যবহার, রিটায়ারিং রুম ব্যবহার, স্টেশনে ব্যাটারি চালিত গাড়ির ব্যবহারের ক্ষেত্রে আগে পরিষেবা চার্জের উপর জিএসটি দিতে হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আর এই সকল পরিষেবার খরচের জন্য জিএসটি দিতে হবে না।

৩) পড়াশোনার জন্য যারা বাইরে থাকেন এবং প্রতিষ্ঠান ছাড়া অন্যত্র হোস্টেল নিয়ে থাকেন তাদের আগে হোস্টেল খরচের উপর জিএসটি দিতে হতো। কিন্তু এবার প্রতিষ্ঠানের বাইরে হোস্টেল নিলেও জিএসটি দিতে হবে না।

আরও পড়ুন 👉 GST On Petroleum Product: আর বেশি দাম নয়, এবার জলের দরে মিলবে পেট্রোল-ডিজেল! সামনে এলো বড় পরিকল্পনা

৪) বর্তমানে সোলার কুকারের ব্যবহার ধীরে ধীরে বাড়ছে। আর এই সোলার কুকারের ব্যবহার আরও বৃদ্ধি করার ক্ষেত্রে যাতে সাধারণ মানুষদের উৎসাহিত করা যায় এবং খরচ কমানো যায় তার জন্য জিএসটি কাউন্সিল নতুন খুশির খবর দিল। আগে যেখানে সোলার কুকারের পিছনে ১৮% জিএসটি দিতে হতো, এখন তা কমিয়ে করা হলো ১২%।

৫) কার্টন বা বক্সের ওপর জিএসটির হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।