Modi Cabinet: কেউ জিতেও জায়গা পেলেন না, আবার কেউ হেরে! কোন কোন হেভিওয়েটের ঠাঁই হলো না মোদির মন্ত্রীসভায়

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য দেশের মসনদে বসলেও এবার কিন্তু অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হতে হয়েছে। কেননা বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং তারই ফলে শরিকদের উপর ভর করে সরকার গঠন করতে হয়েছে। অন্যদিকে সরকার গঠনের পাশাপাশি তৈরি হয়েছে মোদির নতুন মন্ত্রিসভা (Modi Cabinet)। যে মন্ত্রীসভায় পুরাতন একাধিক হেভিওয়েট বিজেপি নেতাদের জায়গা হয়নি। কেউ হেরে জায়গা পাননি আবার কেউ জিতেও জায়গা পাননি।

১) আগে কেন্দ্র সরকারের ক্রীড়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব অনুরাগ ঠাকুরের ঘাড়ে থাকলেও এবার তিনি কিন্তু কোন মন্ত্রিত্ব পাননি। এবার তিনি জিতেও মন্ত্রিত্ব পেলেন না। হিমাচল প্রদেশের হামিরপুর থেকে তিনি এবার জয়যুক্ত হয়েছেন। কিন্তু তাকে মোদির মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়নি।

২) ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিতেও মোদির মন্ত্রিসভায় জায়গা পেলেন না নারায়ন রাণে। আগের সরকারে তিনি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের মন্ত্রী ছিলেন।

৩) ২০১৪ সাল থেকে মন্ত্রী হিসাবে দায়িত্ব পেলেও এবার কিন্তু মন্ত্রিত্ব পেলেন না স্মৃতি ইরানি। তিনি এযাবৎ মানবসম্পদ, তথ্য ও সম্প্রচার, বস্ত্র, মহিলা ও শিশু কল্যাণ এবং সংখ্যালঘু মন্ত্রকের দায়িত্ব বিভিন্ন সময়ে সামলেছেন। কিন্তু এবার তিনি আমেঠি থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজয়ের মুখোমুখি হন। তার পরাজয়ই তাকে মন্ত্রিত্ব থেকে সরালো বলেই মনে করছেন অনেকেই।

৪) বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি বিভাগের মন্ত্রীর দায়িত্ব এর আগে পেয়েছিলেন রাজিব চন্দ্রশেখর। কিন্তু এবার তাকে শশী থারুরের কাছে পরাজিত হতে হয়। পরাজয়ের কারণে তিনি এবার মন্ত্রিত্ব পেলেন না বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।

৫) অজয় ভট্ট এবারের নির্বাচনে জয়ী হলেও কিন্তু মোদির মন্ত্রিসভায় জায়গা পাননি। তিনি বিভিন্ন সময় পর্যটন, নিরাপত্তার মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন।

৬) সাধ্ধি নিরঞ্জন জ্যোতি বিভিন্ন সময় কেন্দ্রের বিভিন্ন বিভাগের দায়িত্ব সামলেও এবার তাকে ভোটে পরাজিত হতে হয়েছে। পরাজিত হওয়ায় তিনি এবার আর মন্ত্রিত্বের স্বাদ পেলেন না।

৭) পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রিত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি নিশীথ প্রামাণিক ঘটে হেরে যাওয়াই মন্ত্রিত্ব পেলেন না।

আরও পড়ুন 👉 Tax Devolution: মোদি সরকারের ফিরতেই পকেট ভরল রাজ্যের! বাংলা পেল সাড়ে ১০ হাজার কোটি টাকা

৮) শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে মন্ত্রিত্ব পাওয়া সুভাষ সরকার ভোটে হেরে পেলেন না কোন মন্ত্রিত্ব।

এছাড়াও আগে বিভিন্ন সময় মন্ত্রী ছিলেন অথচ এবার ভোটে টিকিট পাননি অথবা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি বা জিতে অথবা হেরেও যারা মন্ত্রিত্ব পেলেন না তারা হলেন জন বার্লা, মীনাক্ষী লেখি, ভি কে সিং, রাজকুমার রঞ্জন সিংহ, অশ্বিনীকুমার চৌবে, আর কে সিং, অর্জুন মুন্ডা, ভারতী পওয়ার, রাওসাহেব দানভে, কপিল পাটিল, ভগবত করাদ, প্রতিমা ভৌমিক, কৈলাশ চৌধুরী, দেবুসিংহ চৌহান, দানভে রাওসাহেব দাদারাও, দর্শনা বিক্রম জারদোশ, কৌশল কিশোর, ভগবন্ত খুভা, ফাগ্গন সিং কুলস্তে, মুঞ্জাপারা মহেন্দ্রভাই, অজয় কুমার মিশ্র, মহেন্দ্র নাথ পাণ্ডে, কপিল মোরেশ্বর পাতিল, ভারতী প্রবীণ পাওয়ার, সোম প্রকাশ, পার্শোত্তম রূপলা, রাজকুমার রঞ্জন সিং, অজয় মিশ্র টেনি, রামেশ্বর তেলি, বিশ্বেশ্বর টুডু, ভানু প্রতাপ সিং ভার্মা। এবার মোদির মন্ত্রিসভায় মোট প্রধানমন্ত্রী সহ ৭২ জন রয়েছেন।