নিজস্ব প্রতিবেদন : স্মার্টফোন ছাড়া বর্তমানের মানুষের জীবন অচল। ফোন কলের পরিষেবা, মূলত ইন্টারনেট পরিষেবা মানুষের কাছে খুবই প্রয়োজনীয়। কিন্তু এই প্রয়োজন দিনে দিনে হয়ে উঠছে দামী। ডিসেম্বরের ৩ তারিখ থেকে ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল সিম ব্যবহারকারী গ্রাহকদের ফোন কল এবং ইন্টারনেট পরিষেবা ব্যবহার করার জন্য আরো বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। রিলায়েন্স জিও ব্যবহারকারীদের দাম বাড়ে ডিসেম্বরের ৬ তারিখ থেকে। কিন্তু জানা গিয়েছে এই ব্যবস্থা কেবল মাত্র প্রিপেইড গ্রাহকদের উপরই বর্তিয়েছে। পোস্ট পেইড গ্রাহকদের মাসিক বিলের ওপর কোনরকম প্রভাব ফেলে নাই।
কারণ হিসেবে জানা গিয়েছে যে, ভোডাফোন এয়ারটেল নেটওয়ার্কের পোস্ট পেইড পরিষেবা ব্যবহারকারী গ্রাহকরা মাসিক ৪৯৯ টাকা দিয়ে নিজেদের কল ও ইন্টারনেট ব্যবহার করছেন আগের মতই। এমনকি অন্যান্য প্ল্যানের ক্ষেত্রেও কোনো বাড়তি খরচ দিতে হচ্ছে না। আরো জানা গিয়েছে যে, এই পরিষেবার দাম বৃদ্ধির কারনে প্রি পেইড গ্রাহকদের প্রতি মাসে সর্বনিম্ন ৪৯ টাকা দিতে হবে।
রিলায়েন্স জিও ব্যবহারকারীদের আনলিমিটেড ইন্টারনেট ও কল পরিষেবা ব্যবহার করার জন্য পূর্বে ব্যবহৃত অর্থের থেকে ৪০% বেশি অর্থ খরচ করতে হচ্ছে। তাও আবার আনলিমিটেড কলের সুবিধা অন্য নেটওয়ার্কে উপলব্ধ নয়। নিদির্ষ্ট মিনিট পেরিয়ে যাওয়ার পরই গুনতে হচ্ছে মিনিটে ৬ পয়সা। যা ৬ ই ডিসেম্বর থেকে জারি হয়েছে।
অন্যদিকে ভোডাফোন এবং এয়ারটেল অন্য নেটওয়ার্ক কলের ক্ষেত্রে দিন হিসেবে সময় নির্ধারন করে নিজেদের প্ল্যান প্রকাশ করেছেন যেই প্ল্যানগুলি আনলিমিেড কল, ২৮ দিনের জন্য, আনলিমিটেড কল ৮৪ দিনের জন্য ও আনলিমিটেড কল ৩৬৫ দিনের জন্য।
টেলকো থেকে দাবি করা হয়েছে যে এয়ারটেলের নতুন ঘোষিত প্ল্যানে কল ও ইন্টারনেটের শুল্ক হিসাবে ব্যবহারকারীদের প্রতিদিন ৫০ পয়সা থেকে ২.৮৫ টাকা খরচ বেড়েছে কিন্তু তার সাথেই গ্রাহকরা কিছু বাড়তি সুযোগ সুবিধাও পাবেন। যেমন এয়ারটেল থ্যাঙ্কসের মাধ্যমে গ্রাহকদের ভাইরাস প্রতিরোধক, wink music, তার সাথেই এয়ারটেল এক্স স্ট্রিমের সুযোগ সুবিধা (১০,০০০ টি সিনেমা, টেলিভিশন শো ইত্যাদি) প্রদান করছে।