Hero Motorbike Scooty Price: সস্তার দিন শেষ, এবার দামি হতে চলেছে হিরোর মোটরবাইক, স্কুটি! এত টাকা দাম বাড়ছে জুলাইয়েই

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের অধিকাংশ মানুষের কাছেই রয়েছে দুই চাকার যানবাহন। আবার দেশে সবচেয়ে বেশি দুই চাকার যানবাহন বিক্রি হয় হিরো মোটোকর্প (Hero MotoCorp) সংস্থার। এই সংস্থার মোটরবাইক হোক অথবা স্কুটি ভারতের মতো দেশে খুবই জনপ্রিয়। মাইলেজ থেকে শুরু করে মজবুতি, ভরসা ইত্যাদির কারণেই দিনের পর দিন এই সংস্থা তাদের মোটরবাইক ও স্কুটির বিক্রি বাড়িয়ে চলেছে।

Advertisements

মোটরবাইক হোক অথবা স্কুটি বিক্রির ক্ষেত্রে দেশের এক নম্বর সংস্থা হিসাবে হিরো মোটোকর্প থাকার পিছনে আরও একটি কারণ হলো দাম। অন্যান্য সংস্থার দুই চাকার যানবাহনের তুলনায় হিরোর ফিচার ও সুযোগ সুবিধার তুলনায় দাম অনেকটাই কম বলেই মনে করেন বিশেষজ্ঞরা। আর এরই পরিপ্রেক্ষিতে বছরের পর বছর ধরে হিরো এখন সাধারণ মানুষদের ভরসার অন্যতম সংস্থা হয়ে দাঁড়িয়েছে।

Advertisements

তবে এবার এই সংস্থার তরফ থেকে তাদের মোটরবাইক থেকে স্কুটি সমস্ত কিছুর দাম বাড়াতে চলেছে বলে জানা গিয়েছে। আগামী ১ জুলাই থেকে সংস্থা তাদের মোটরসাইকেল, স্কুটি ইত্যাদির দাম বৃদ্ধি (Hero Motorbike Scooty Price) করবে। সংস্থার যে সকল দুচাকার যানবাহনের দাম বাড়তে চলেছে সেগুলোর মধ্যে আবার রয়েছে জনপ্রিয় স্প্লেন্ডার এক্সট্রিম ১২৫আর ইত্যাদি। ইতিমধ্যেই দাম বৃদ্ধি পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই গ্রাহকদের মধ্যে বাড়ছে চিন্তা, আবার অনেকেই রয়েছেন যারা আগাম মোটরবাইক, স্কুটি কিনে বাড়ি আনছেন।

Advertisements

আরও পড়ুন ? Sim Card New Rules: Jio হোক বা Airtel, সব সিমকার্ডের নিয়মে বদল আসছে জুলাইয়ে! কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র

যে সকল মোটর বাইকের দাম বৃদ্ধি পেতে চলেছে সেই তালিকায় হিরো স্প্লেন্ডার ছাড়াও রয়েছে hero passion pro, হিরো গ্ল্যামার, হিরো এক্সট্রিম, হিরো প্লেজার প্লাস, হিরো ডেসটিনি। মোটর বাইকের পাশাপাশি রয়েছে স্কুটিও। কেননা সংস্থার তরফ থেকে স্কুটির দামও বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে। এখন প্রশ্ন হল কত টাকা দাম বৃদ্ধি পেতে পারে?

দাম বৃদ্ধি পাবে মূলত মডেলের উপর নির্ভর করে। তবে কোন মডেলের দাম কত টাকা বাড়বে তা সম্পর্কে এখনো পর্যন্ত সংস্থার তরফ থেকে কিছু জানানো হয়নি। সংস্থার তরফ থেকে শুধু জানানো হয়েছে, ১৫০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পাবে। তবে সব মডেলের ক্ষেত্রেই যে ১৫০০ টাকা দাম বৃদ্ধি পাবে তাও নয়। হিরোর তরফ থেকে আগামী জুলাই মাস থেকে নতুন দাম কার্যকর করা হবে এবং নতুন দাম কার্যকর হওয়ার ফলে জুলাই মাসে হিরোর মোটরবাইক অথবা স্কুটি কিনতে হলে পকেট থেকে বাড়তি টাকা খসবে।

Advertisements