Indian Railways Ticket Discount: ট্রেনের টিকিট ৭৫ শতাংশ ছাড়! রেলের তরফ থেকে এমন সুযোগ দেওয়া হচ্ছে এইসব যাত্রীদের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের প্রায় দু’কোটি মানুষকে সুষ্ঠুভাবে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব বহন করছে ভারতীয় রেল (Indian Railways)। এই সকল যাত্রীদের ট্রেনে সফর করার সময় বাধ্যতামূলকভাবে নিজেদের কাছে রাখতে হয় বৈধ টিকিট। তবে টিকিট এবং টিকিটের দাম নিয়ে এখন ভারতীয় নাগরিকদের মধ্যে রেলের বিরুদ্ধে নানান ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে।

আগে যেখানে প্রবীণ নাগরিকদের ট্রেনে সফর করার সময় বিপুল পরিমাণে ছাড় দেওয়া হতো, সেই ছাড় এখন দেওয়া হয় না। করোনাকাল থেকে এমন ছাড় বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবীণ নাগরিকরা বারবার তাদের এই সুবিধা ফিরিয়ে আনার জন্য রেলের কাছে আবেদন নিবেদন জানাচ্ছেন। তবে রেল যে ট্রেনের টিকিটে ছাড় (Indian Railways Ticket Discount) দেয় না এমনটা কিন্তু নয়।

কেননা এখনও পর্যন্ত রেলের তরফ থেকে বেশ কিছু যাত্রীদের ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে থাকে টিকিটের দামের উপর। বিষয়টি অনেকের কাছে অবিশ্বাস্য হলেও এটাই কিন্তু সত্যি। রেলের নিয়ম অনুসারে বেশ কিছু যাত্রী রয়েছেন যাদের মধ্যে কেউ কেউ ট্রেনের টিকিট ২৫ শতাংশ ছাড় পেয়ে থাকেন, কেউ কেউ আবার ৫০ শতাংশ ছাড় পেয়ে থাকেন। কেউ কেউ আবার ৭৫% পর্যন্ত ছাড় পেয়ে থাকেন।

আরও পড়ুন ? Train Ticket Sign: ট্রেনের টিকিটেই থাকে একাধিক সংকেত, যেগুলি বলে যাত্রীর টিকিট রয়েছে কোন পর্যায়ে

রেলের তরফ থেকে সেই সকল যাত্রীদের এমন বিশেষ ছাড় দেওয়া হয় যারা বিশেষভাবে সক্ষম, মানসিকভাবে প্রতিবন্ধী অথবা দৃষ্টিহীন। এই সকল যাত্রীরা মূলত কারো সাহায্য ছাড়া সফর করতে পারেন না। যে কারণে রেলের তরফ থেকে এই সকল যাত্রীদের টিকিটের ওপর বিশেষ ছাড় দেওয়া হয় এবং সেই ছাড় থাকে ৭৫ শতাংশ পর্যন্ত। ট্রেনের শ্রেণীর উপর ভিত্তি করে ছাড় দেওয়া হয়ে থাকে।

এই সকল যাত্রীদের যারা সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস, ফার্স্ট ক্লাস, এসি চেয়ার কার অথবা এসি থ্রি টায়ার শ্রেণীতে ভ্রমণ করেন তারা ৭৫ শতাংশ পর্যন্ত টিকিটে ছাড় পেয়ে থাকেন। এই সকল যাত্রীদের যারা রাজধানী অথবা শতাব্দি এক্সপ্রেসের এসি থ্রি টায়ার অথবা এসি চেয়ার কারে ভ্রমণ করে থাকেন তারা ২৫ শতাংশ ছাড় পেয়ে থাকেন। ফার্স্ট ক্লাস এবং এসি টু টায়ারে ভ্রমণ করলে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়। মান্থলি অথবা কোয়ার্টারলি টিকিটের ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়ে থাকে রেলের তরফ থেকে। এছাড়াও একইভাবে বিভিন্ন ধরনের ছাড় রেলের তরফ থেকে দেওয়া হয় সেই সকল যাত্রীদের যারা যক্ষা, কিডনি, ক্যান্সার, হৃদরোগে আক্রান্ত অথবা অসংক্রামক কোন রোগে আক্রান্ত। শুধু তাই নয়, এর পাশাপাশি রেলের তরফ থেকে আরও বেশ কিছু যাত্রীদের ট্রেনের টিকিটে ছাড় দেওয়া হয়।