নিজস্ব প্রতিবেদন : কোথাও ঘুরতে যাওয়ার জন্য বাঙালিদের বারবার বলতে হয় না। একটু আধটু ছুটিছাটা পেলেই তারা বেরিয়ে পড়েন। আবার যখন রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ শুরু হয়েছে তখন ঘোরার সুযোগ কেউ হাতছাড়া করতে চাইবেন না। এমন ভ্রমণপ্রিপাসুদের কাছে ফের একবার ঘুরতে যাওয়ার সুযোগ চলে এলো। বিশেষ করে সরকারি কর্মচারীদের (Government Employees)। কেননা আবারও টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন তারা।
দুর্গাপুজো, কালীপুজো সহ অন্যান্য উৎসবের জন্য টানা ছুটির পর ফের টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। নবান্নের তরফ থেকে সরকারি কর্মচারীদের জন্য যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে সেই ছুটির তালিকা থেকেই এমনটা জানা যাচ্ছে। টানা এই তিন দিনের ছুটিতে কাজে লাগিয়ে কাছেপিঠে কোথাও ঘুরে আসা যেতে পারে নিশ্চিন্তে।
টানা কোন কোন দিন ছুটি রয়েছে সেই ছুটির তালিকা জানার আগে কাছে পিঠে কোথায় ঘুরে আসা যেতে পারে তা সম্পর্কে আগে জেনে নেওয়া যায়। তিনদিনের ছুটিতে ঘুরে আসা যেতে পারে হাতের কাছেই থাকা সমুদ্র সৈকত দিঘা (Digha)। যদি কেউ বারবার দিঘা গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন তাহলে তিনি ঘুরে আসতে পারেন বাঁকুড়া, পুরুলিয়া সহ বিভিন্ন জায়গায় থাকা বিভিন্ন ট্যুরিস্ট প্লেস। এছাড়াও ঘুরে আসা যেতে পারে শান্তিনিকেতন সহ বিভিন্ন জায়গায়।
নবান্নের তরফ থেকে প্রকাশ করা ছুটির তালিকা অনুযায়ী জানা গিয়েছে, আগামী সোমবার অর্থাৎ ২৭ নভেম্বর সরকারি অফিস কাছারি ছাড়াও বন্ধ থাকবে সমস্ত স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান। ঐদিন ছুটি রয়েছে গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে। এছাড়াও ওই দিন রয়েছে পার্শ্বনাথের রথযাত্রা। তবে সোমবার কেবলমাত্র রাজ্য সরকারী কর্মচারীরা ছুটি পাচ্ছেন এমন নয়, এই ছুটি জাতীয় স্তরের ছুটি।
সোমবার ছুটি হওয়ার আগে শনিবার এবং রবিবার পরপর দুদিন ছুটি রয়েছে সরকারি কর্মচারীদের। যে কারণে শনিবার, রবিবার এবং সোমবার পরপর তিনদিন টানা ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। শনিবার থেকে সোমবার পর্যন্ত ছুটি হওয়ার কারণে শুক্রবার তাড়াতাড়ি অফিস ছেড়ে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে যাওয়া যেতে পারে। এছাড়াও চাইলে শনিবার সকালে বেরিয়েও নানান জায়গায় ঘুরে আসা যেতে পারে।