নিজস্ব প্রতিবেদন : যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা সবসময় যানবাহনের উপর নির্ভর করে যাতায়াত করে থাকি। যানবাহনের উপর এই নির্ভরশীলতা দিন দিন বেড়ে চলার কারণে হাঁটা চলা এখন মানুষের একেবারে কমে গিয়েছে। তবে বিশ্বের এমন কয়েকটি জায়গা রয়েছে, যে সকল জায়গায় গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।
১) ইতালির ভেনিস শহরে গাড়ি চালানো নিষিদ্ধ। বিশ্বের সবচেয়ে সুন্দর শহরগুলির মধ্যে এই শহরটি অন্যতম। গোটা শহরটি যেন তুলি দিয়ে আঁকা। তবে মজার বিষয় হল এই শহরে রাস্তা নেই। রাস্তার পরিবর্তে এই শহরের সব জায়গায় রয়েছে জলে ভরা খাল। এখানেই যাতায়াতের জন্য আছে গোন্ডালা, ওয়াটার বাস ইত্যাদি।
২) নেদারল্যান্ডের ওভারিজসেল প্রদেশে অবস্থিত গিথোর্ন যেমন একটি ছোট গ্রাম ঠিক সেই রকমই তা বিচিত্র। এখানে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় নৌকা। আবার এই গ্রামে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো হর্ন বাজানো যায় না। যে কারণে নৌকাতেও কোনরকম হর্ন ব্যবহার করা হয় না এই গ্রামে।
৩) মহারাষ্ট্রের রায়গড় মাঠে রান্না হলো একটি পরিবেশবান্ধব স্থান। ভারতবর্ষের এটি একমাত্র জায়গা যেটি সম্পূর্ণভাবে অটোমোবাইলমুক্ত। এখানে যোগাযোগের মাধ্যম হলো ঘোড়া। এই জায়গায় গাড়ির হর্ন, যানবাহনের কোলাহল নেই।
৪) গাড়ি চলাচলের অনুমতি নেই আমেরিকার মিশিগানের ম্যাকিন্যাক দ্বীপে। এখনো এখানে প্রাচীন আমেরিকার মতো সাইকেল অথবা টাঙ্গা ব্যবহার করা হয় যাতায়াতের জন্য। ১৮৯৮ সাল থেকে নিষিদ্ধ হওয়া যানবাহনের নিয়ম এখনো এই দ্বীপে বজায় রয়েছে।
৫) মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার বল্ড হেড আইল্যান্ড, এখানে যারা আসেন তারা এখানকার পুরো প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যান। বড় গল্ফ কোর্স এবং প্রাচীন সমুদ্র সৈকতের উপর অবস্থিত পুরোনো আমলের নকশার ধাঁচের কটেজ সকলকে মুগ্ধ করে। এখানে পেট্রোল ডিজেল চালিত সব ধরনের যানবাহন নিষিদ্ধ। যোগাযোগের মাধ্যম হিসেবে রয়েছে সাইকেল এবং বৈদ্যুতিক গল্ফ কার্ট।
৬) আলাস্কার হ্যালিবুট কোভ, যেখানে ৯০ জনের মতো নাগরিক বসবাস করেন এবং এই এলাকায় কোনরকম যানবাহন চলতে দেখা যায় না। আসলে এখানকার বাসিন্দারাই যানবাহন চালান না।