These players of India and Pakistan are the hope of Uganda National Cricket Team in this T20 World Cup: ২০২৪-এর জুন থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২রা জুন থেকে শুরু হয়েছে খেলা। খেলার স্থান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। তবে এবারের খেলায় রয়েছে অন্যরকম চমক। পুরনো দলের সাথে রয়েছে বেশকিছু নতুন দল। প্লেয়ার রয়েছে ভারত পাকিস্তান মিশ্রণে। তেমনি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত, পাকিস্তান প্লেয়ারের মিশ্রণে তৈরি একটি দল হল উগান্ডা (Uganda Cricket Team)। যে দল অন্যান দেশের প্লেয়ারদের দিয়ে নিজেদের দেশের হয়ে খেলায়। এবারের সেই দলেই রয়েছে বেশ কিছু ভারত এবং বেশ কিছু পাকিস্তানি প্লেয়ার। চলুন দেখে নেওয়া যাক কোন কোন প্লেয়াররা রয়েছেন।
রোনাক প্যাটেল
উগান্ডা দলের (Uganda National Cricket Team) খেলোয়াড়দের মধ্যে অন্যতম রোনাক প্যাটেল। যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের সিনিয়রদের মধ্যে একজন। ২০১৮ সালে ক্রিকেট জগতে উগান্ডার একটি ক্লাবে যোগ দেন রোনাক। তার পূর্ব অভিজ্ঞতায় ৪০টি আন্তর্জাতিক ম্যাচে রান করেছেন ৭৯৯।
দীনেশ মাকরানি
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা দলে অংশগ্রহণকারী ভারতীয় প্লেয়ার হল দীনেশ মাকরানি। যার আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড রয়েছে ৫৬টি ম্যাচে ৮৮১ রান। সাথে ৬৭ উইকেট। ১৯৯১ সালে ২১শে সেপ্টেম্বর গুজরাটের কচ্ছে জন্মগ্রহণ করেন স্পিনিং অলরাউন্ডার। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সৈয়দ মুস্তক আলী ট্রফিতে মহারাষ্ট্রের বিপক্ষ দলে খেলে ক্রিকেট জগতে অভিষেক হয় দীনেশের।
অল্পেশ রামজানি
মুম্বাইয়ের একজন উদীয়মান ক্রিকেট প্লেয়ার হলেন অল্পেশ রামজানি। তার জন্ম ১৯৯৪ সালে ২৪শে সেপ্টেম্বর মুম্বাই শহরে। উগান্ডা দলের এক বিশেষ বাঁ হাতি খেলোয়ার তিনি। যিনি সেরা অলরাউন্ডারের মর্যাদা পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাঁ হাতি খেলোয়াড়ের রেকর্ড রয়েছে ৩৯টি ম্যাচে ৫৬৯ রান সাথে ৭০টি উইকেট।
রিয়াজাত আলী শাহ
উগান্ডা দলে অংশগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূতের পাশাপাশি রয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত। তারই একজন হলেন রিয়াজাত আলী শাহ। এই ডান হাতি প্লেয়ারের রয়েছে বেশ ভালো রেকর্ড। ফলেই উগান্ডা দলের জন্য কিছু চমক দেখালে তার নাম উঠবে এক বিশেষ জায়গায়। এই ডান হাতি অলরাউন্ডারের রেকর্ড রয়েছে ৫৭টি ম্যাচে ১২১২ রান ও ৪০টি উইকেট।
বিলাল হাসান
পাকিস্তান বংশোদ্ভূত উগান্ডার (Uganda National Cricket Team) আরো এক প্লেয়ার হলেন বিলাল হাসান। এই ডান হাতি প্লেয়ারের গতি হচ্ছে তার সবথেকে বড় অস্ত্র। বিশ্বকাপ ক্রিকেটে কৃপণ বোলার বলা হয় বিলাল হাসানকে। রেকর্ড রয়েছে ১৭রান দিয়ে ৪টি উইকেট নেওয়ার। এছাড়াও সেরা বোলার হিসেবে তার রেকর্ড রয়েছে ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৬৫টি উইকেট নেওয়ার।