Ratan Tata Quotes: আপনার জীবনের আদর্শ হয়ে উঠতে পারেন রতন টাটা, তার জীবন দর্শন পথ দেখাবে এগিয়ে চলার

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Ratan Tata Quotes: আপনার জীবনের আদর্শ হয়ে উঠতে পারেন রতন টাটা, তার জীবন দর্শন পথ দেখাবে এগিয়ে চলার। রতন নোবেল টাটা। টাটা ট্রাস্টের চেয়ারম্যান এবং সফল ভারতীয় ব্যবসায়ী আইকন। সম্প্রতি তিনি ইহ লোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন ২৬ শে ডিসেম্বর ১৯৩৭ সালে। পরলোক গমন করেন ৯ অক্টোবর ২০২৪ এ। পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ সম্মাননা প্রাপ্ত এই ভারতীয় ব্যাবসায়ী নিজের কর্মজীবনে ব্যাপক সফলতার প্রকাশ ঘটিয়েছেন। তার জীবন দর্শন (Ratan Tata Quotes) আপনার চলার পথে পাথেয় হয়ে উঠতে পারে।

Advertisements

শৈশবে মুম্বাইতে ক্যাম্পিয়ান স্কুলে শুরু হয়েছিল প্রাথমিক পর্যায়ের শিক্ষা গ্রহণ। এরপর ক্যাথিড্রাল অ্যান্ড জন কনন স্কুলে শেষ হয় রতন টাটার (Ratan Tata Quotes) স্কুল জীবন। স্কুল জীবনের শেষে স্বাভাবিক নিয়মেই স্নাতক ডিগ্রী অর্জনের জন্য তিনি ভর্তি হন বিশ্ববিদ্যালয়ে। ১৯৬২ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারে স্নাতক হন তিনি। এএরপর স্নাতকোত্তর পড়াশোনার জন্য তিনি যোগদান করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ১৯৭৫ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন বাণিজ্য ও অ্যাডভেঞ্চেড ম্যানেজমেন্ট প্রোগ্রামের উপরে।

Advertisements

রতন টাটার কর্মজীবন যে কোন মানুষকেই উৎসাহিত করতে পারে। তবে শুধু তার কর্মকান্ড নয়, তার উক্তিও (Ratan Tata Quotes) প্রভাবিত করতে পারে যে কোন মানুষকে। নিজের জীবনের সঠিক পথ বেছে নিতে সাহায্য করতে পারে রতন টাটার একাধিক উক্তি, তার জীবন দর্শন। তাঁর সবথেকে বড় গুণ ছিল তিনি সকলকে তাদের প্রাপ্য সম্মান দিতেন। সে পরিবারের সদস্য হোক বা না হোক সকলকেই অভিভাবকের জায়গায় বসাতেন। তিনি মনে করতেন বাইরের কোন ব্যক্তি কাউকে খারাপ করে দিতে পারে না। তার মানসিকতাই তার অবনতির একমাত্র কারণ। লোহাকে বাইরে থেকে ধ্বংস করা হয় না, মরচে ধরে তা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়।

Advertisements

আরো পড়ুন: কিভাবে নিজেকে দীর্ঘদিন সুস্থ রেখেছিলেন রতন টাটা জেনে নিন সেই মন্ত্র

তিনি মনে করতেন (Ratan Tata Quotes) জীবনে ঝুঁকি নিতে হয়। ঝুঁকি নিতে ভয় পাওয়াটাই জীবনের সবথেকে বড় ঝুঁকি। ক্ষমতা, সম্পত্তি গঠন জীবনের একমাত্র লক্ষ্য বা চাহিদা হতে পারে না। দয়া, অনুকম্পা, সহানুভূতি এগুলি মানুষকে শক্তি যোগায় এই শক্তি গুলিকে কখনো দূরে সরিয়ে দেওয়া উচিত নয়। এরাই আপনাকে ভালোভাবে জীবন পরিচালনা করতে সহায়তা করবে। নিজেকে সবচেয়ে বেশি বুদ্ধিমান মনে করা বুদ্ধিমত্তার পরিচয় নয়, নিজের চেয়ে বেশি বুদ্ধিমানদের মাঝে থাকা প্রকৃত বুদ্ধিমানের পরিচয়।

যদি জীবনে দ্রুত এগোতে চান তাহলে একাই হাঁটতে হবে। যদি অনেকটা পথ পেরতে চান তাহলে একসঙ্গে হাঁটতে হবে। নেতৃত্ব দেওয়া মানে শুধুমাত্র অজুহাত খাড়া করা নয়, নেতৃত্ব কথার অর্থ দায়িত্ব স্বীকার করা এবং তা যথাযথভাবে পালনের চেষ্টা করা। কবে সুযোগ আসবে সে অপেক্ষায় বসে না থেকে নিজেকেই সুযোগ তৈরি করে নিতে হয়। তবেই জীবনে এগিয়ে চলা যায়। রতন টাটা আরো বলতেন (Ratan Tata Quotes) কাজ ও জীবনকে যদি পরস্পরের পরিপূরক করে তুলতে পারেন, তাহলে জীবনের পথ চলা অনেক সহজ হবে।

Advertisements