এই ৬টি রেল স্টেশনে রাতে যেতে ভয় পান যাত্রীরা, কারণ অবাক করা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বহু পুরাতন বাড়ি, হোটেল ইত্যাদিতে যেতে অনেকে ভয় পান। আবার অনেকে জঙ্গলে, শ্মশানে যেতে ভয় পান। তবে এসবের মধ্যেই গণপরিবহনের মেরুদন্ড রেল পরিষেবার ক্ষেত্রে এমন ৬টি রেলস্টেশন রয়েছে যেখানে রাতে যেতে ভয় পান যাত্রীরা। এই সকল রেলস্টেশনে কেন যাত্রীরা রাতে যেতে ভয় পান তা নিয়ে অনেক তর্ক-বিতর্ক রয়েছে।

Advertisements

১) যে সকল রেলস্টেশনে রাতে যেতে ভয় পান যাত্রীরা সেই সকল রেলস্টেশনের মধ্যে একটি হলো কলকাতার রবীন্দ্র সরোবর রেলস্টেশন। এখানে রাতে নাকি তেনারা ঘুরে বেড়ান।

Advertisements

২) এ সকল রেলস্টেশনের মধ্যে অন্য একটি রেলস্টেশন হল হিমাচল প্রদেশের বারোগ রেলস্টেশন। এই রেল স্টেশনের ঠিক কাছে থাকা ৩৩ নম্বর টানেলে যাত্রীরা যেতে ভয় পান রাতে। এই জায়গায় অস্বাভাবিক কর্মকাণ্ড চোখে পড়ে বলে দাবি করে থাকেন যাত্রীরা।

Advertisements

৩) অন্ধ্রপ্রদেশের চিত্তুর রেলস্টেশন এইরকমই একটি রেলস্টেশন যেখানেও রাতে যাত্রীরা যেতে ভয় পান। কথিত আছে একসময় এখানে হরি সিং নামে এক সিআরপিএফ নেমেছিলেন এবং তিনি আরপিএফ এবং টিটিইদের দ্বারা আক্রান্ত হয়ে মারা যান। তারপর থেকেই অনেকে অস্বাভাবিক কর্মকান্ড দেখেছেন বলে দাবি করেন।

৪) উত্তরপ্রদেশের নৈনি রেল স্টেশনের কাছেই থাকা নৈনি জেলে একসময় স্বাধীনতা সংগ্রামীদের নির্যাতন করা হতো। এই রেল স্টেশনে অনেক অস্বাভাবিক কর্মকাণ্ড নজরে আসার ফলে অনেকেই রাতে এই রেল স্টেশনে যেতে ভয় পান।

৫) দিল্লির মেট্রো স্টেশনগুলির মধ্যে দ্বারকা সেক্টর 9 মেট্রো স্টেশনে রাতে যেতে অনেকে ভয় পেয়ে থাকেন। অস্বাভাবিক কর্মকাণ্ডের বিশ্বাস থেকেই এই স্টেশন সন্ধ্যার পর থেকে অনেকে এড়িয়ে চলেন।

৬) দিল্লির এম জি রোড মেট্রো স্টেশনে অনেকেই নাকি তেনাদের দেখতে পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই অনেকে এই মেট্রো স্টেশন রাতে এড়িয়ে চলেন।

Advertisements