রেল থেকে রেশন কার্ড, ১লা জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম

নিজস্ব প্রতিবেদন : করোনা আবহে দেশ জুড়ে চলতে থাকা বিভিন্ন দফার লকডাউনের চতুর্থ পর্যায় চলছে। এই পর্যায় শেষ হবে আগামী ৩১শে মে। জুন মাস থেকে আবারও বদলাতে পারে নিয়ম। চতুর্থ লকডাউন শেষে অর্থাৎ জুন থেকে রেল, বাস, রেশন কার্ড ও বিমান পরিষেবা ইত্যাদিতে পূর্বের বহু নিয়মের পরিবর্তন ঘটতে চলেছে।

বহু পরিষেবা মার্চ মাস থেকেই বন্ধ ছিল দেশ জুড়ে, তার মধ্যে বেশ কিছু পরিষেবা চালু হবে। আমরা সবাই জানি, করোনা সংক্রমণের জেরে ভেঙে পড়েছে দেশের অর্থনৈতিক কাঠামো। এমন অবস্থায় ধীরে ধীরে করোনাকে সঙ্গী করে সাধারণ জীবনে ফিরতে হলে সব পরিষেবার ক্ষেত্রেই কম বেশী দামের হেরফের ঘটবে। কোনো পরিষেবার দাম কমবে, আবার কোনটার দাম বাড়বে।

১লা জুন থেকে কি কি বদল হচ্ছে?

২০০টি ট্রেন : করোনা ভাইরাস সংক্রমণের জেরে শুরু হওয়া লকডাউনের ফলে পুরো দেশে বিভিন্ন মানুষ নানান জায়গায় আটকে পড়েছেন। তাদের ফেরাতে ১লা মে থেকে শুরু হয় শ্রমিক স্পেশাল ট্রেন। পরে চালু হয় আরও ১৫ জোড়া স্পেশাল ট্রেন। আর ১লা জুন থেকে ২০০ টি করে ট্রেন চালাবে ভারতীয় রেলওয়ে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি ট্যুইটারে জানিয়েছেন ১লা জুন থেকে টাইম টেবিল মেনে প্রতিদিন ২০০ টি করে এসি ও নন এসি ট্রেন চালানো হবে।

ট্রেনের টিকিট বুকিং : ১ লা জুন থেকে যেসকল ১০০ জোড়া ট্রেন চলবে সেগুলিতে টিকিট বুকিং করা যাবে ১২০ আগে থেকেই। পাশাপাশি চালু হবে তৎকাল টিকিটের সুবিধাও।

এক দেশ এক রেশন কার্ড : ১লা জুন থেকে কেন্দ্রীয় সরকারের নতুন স্কিম চালু হচ্ছে। এই যোজনাটি হলো এক রাজ্য এক রেশন কার্ড। এই স্কিমের উদ্দেশ্য একটাই, দেশের ২০টি রাজ্যের প্রত্যেক নাগরিকের কাছে একই রেশন কার্ড থাকবে। এর ফলে এই রেশন কার্ড হোল্ডাররা ভারতের যেকোনো রাজ্য থেকে রেশন তুলতে পারবে। এর ফলে গরীব মানুষেরা লাভবান হবেন বলেই মনে করছেন তারা।

শুরু হচ্ছে ফ্লাইট পরিষেবা : গো-এয়ার ফ্লাইট শুরু হবে ১লা জুন থেকে। তবে সেক্ষেত্রেই বিধিনিষেধ মানা হবে, সরকারি নির্দেশিকা মেনেই অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হবে পয়লা জুন থেকে।

দাম বাড়তে চলেছে পেট্রোলের : করোনার জেরে শুধু দেশেরই নয়, অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে গেছে সমগ্র বিশ্বের। তাই অনুমান করা হচ্ছে এবার পেট্রোলের দাম বাড়তে পারে। চতুর্থ দফার লক ডাউনেই গাড়ি যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হয়। জুন মাসের ১ তারিখ থেকেই পাবলিক ও প্রাইভেট ট্রান্সপোর্টের ক্ষেত্রে আরও ছাড় দেওয়া হবে। তবে সেই ক্ষেত্রেও সরকারি নির্দেশ পালন করা হবে। এতদিন পর ট্রান্সপোর্ট সিস্টেম চালু হওয়ায় পেট্রোলের চাহিদা ও দাম উভয়ই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।