Advertisements

শুধু আপনি নন, ট্রাফিক পুলিশকেও চালান কাটার সময় মানতে হয় এই সকল নিয়ম

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : যানবাহন নিয়ে রাস্তায় বের হলে নিয়ম অনুসারে একাধিক ট্রাফিক নিয়ম মেনে চলতে হয়। এই সকল নিয়মের মধ্যে যেমন হেলমেট পরা এবং উপযুক্ত পোশাক আশাক পরার নিয়ম রয়েছে, ঠিক তেমনি আবার প্রয়োজনীয় কাগজপত্র হাতের কাছে রাখা প্রয়োজন। এই সকল নিয়ম না মানলে ট্রাফিক পুলিশ আপনার বিরুদ্ধে চালান কাটতে পারে।

Advertisements

তবে চালান কাটার ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলি ট্রাফিক পুলিশের না মানাও আইনবিরুদ্ধ। যেমন আপনি নিয়ম ভাঙ্গলে আপনার বিরুদ্ধে চালান কাটতে পারে ট্রাফিক পুলিশ কিন্তু আপনার মোটরবাইক অথবা গাড়ির চাবি ছিনিয়ে নিতে পারে না অথবা টায়ারের হাওয়া বের করে দিতে পারে না।

Advertisements

ইন্ডিয়ান মোটর ভেহিকেল অ্যাক্ট ১৯৩১-এর অধীনে চালান কাটার সময় ট্রাফিক পুলিশদের কি কি নিয়ম মানতে হয়।

Advertisements

১) চালান কাটার সময় ট্রাফিক পুলিশের কাছে একটি চালান বুক অথবা ই-চালান মেশিন থাকতে হবে। দুটির মধ্যে একটিও না থাকলে চালান কাটা যাবে না।

২) চালান কাটার সময় ট্রাফিক পুলিশের ইউনিফর্ম এবং ইউনিফর্মে ফিতে নম্বর ও নাম থাকা জরুরী। এসব না থাকলে চালান কাটার সময় ট্রাফিক পুলিশের পরিচয় পত্র দেখতে চাইতে পারেন যাত্রী।

৩) ট্রাফিক পুলিশের হেড কনস্টেবল সর্বোচ্চ ১০০ টাকা জরিমানা করে চালান কাটতে পারেন। তার থেকে বেশি টাকার চালান কাটার জন্য এএসআই বা এসআই পদমর্যাদার ট্র্যাফিক অফিসার থাকতে হবে।

৪) সঙ্গে টাকা না থাকলে জরিমানার টাকা পরে দেওয়া যেতে পারে। ট্রাফিক পুলিশ আপনার ড্রাইভিং লাইসেন্স পুলিশের কাছে রাখতে পারে। পরে আদালতেও চালানের টাকা দেওয়া যায়।

Advertisements