বাংলাএক্সপি ডেস্কঃ দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক পঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবার তাদের সেভিংস অ্যাকাউন্টের (PNB Savings Account) মিনিমাম ব্যালেন্স থেকে শুরু করে চেক, ডিমান্ড ড্রাফ্ট, লকার চার্জ ইত্যাদির ক্ষেত্রে নিয়মে বদল আনতে চলেছে। নতুন যে সকল নিয়ম জারি করা হবে তার আগামী ১ অক্টোবর থেকে লাগু হবে। নতুন নিয়ম অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে চার্জের পরিবর্তন আসতে চলেছে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মত জনপ্রিয় রাষ্ট্রয়ত্ত ব্যাংকটি এবার তাদের সেভিংস অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্স মেইনটেইন করার নির্দেশ দিয়েছে গ্রাহকদের। ব্যাংকের নিয়ম অনুসারে যদি তা মেইন্টেন না করা হয় তাহলে প্রতি তিন মাস অন্তর অন্তর চার্জ কাটা হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে যে মিনিমাম ব্যালেন্স থাকা দরকার তার গড় হিসাবে রাখতে হবে গ্রাহকদের।
নতুন নিয়ম অনুযায়ী গ্রামীণ এলাকায় থাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা যদি মিনিমাম ব্যালেন্স মেনটেন না করেন তাহলে ৫০০ টাকা করে চার্জ করা হবে। সেমি আরবান এলাকায় এই চার্জ হবে দ্বিগুণ অর্থাৎ এক হাজার টাকা। অন্যদিকে শহর ও মেট্রো এলাকায় থাকা শাখার গ্রাহকদের থেকে এমন চার্জ হিসাবে নেওয়া হবে ২০০০ টাকা।
আরও পড়ুন : World Bank: আগামী বছর বাড়তে পারে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার, আশার আলো দেখালো বিশ্ব ব্যাঙ্ক
ডিমান্ড ড্রাফটের চার্জের ক্ষেত্রে এবার সর্বনিম্ন ৫০ টাকা এবং মোটা টাকার পরিমাণ হলে সেক্ষেত্রে ০.৪ শতাংশ টাকা চার্জ হিসাবে নেওয়া হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত চার্জ নিতে পারে ব্যাংক। লকার ভাড়ার ক্ষেত্রে গ্রামীণ এলাকায় থাকা শাখায় ১০০০ টাকা, সেমি আরবান এলাকায় ১২৫০ টাকা এবং শহর ও মেট্রো এলাকায় ২০০০ টাকা করে চার্জ নেওয়া হবে।
বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় ব্যাংক হিসাবে জায়গা করে নিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এক্ষেত্রে এই ব্যাংকের তরফ থেকে কোন নিয়ম পরিবর্তন আনা হলে তা বিপুলসংখ্যক গ্রাহকদের উপর প্রভাব ফেলবে এটাই স্বাভাবিক। যে কারণে এই সকল নিয়মের বিষয়ে আগাম জেনে রাখা দরকার।