Budget 2024: রেল থেকে কৃষি, এবারের বাজেটে পেতে পারেন কোন কোন বাড়তি পাওনা

নিজস্ব প্রতিবেদন : আজ অর্থাৎ ১ ফেব্রুয়ারি বাজেট পেশের (Budget 2024) পালা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকারের কাছে এই বাজেট হতে চলেছে তুরূপের তাস বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এমনিতেও প্রত্যেক বাজেটের দিকেই দেশের সাধারণ মানুষেরা তাকিয়ে থাকেন বাড়তি পাওনার দিকে। সেই মতো চলুন দেখে নেওয়া যাক চলতি বছর বাজেটে কোন কোন খাতে বাড়তি পাওনা আসতে পারে। কোন কোন খাতে বাড়তি পাওনা আসার সম্ভাবনা রয়েছে তা জানার আগে বলে রাখা দরকার, এবারের বাজেট পূর্ণাঙ্গ নয় বরং তা ভোট অন অ্যাকাউন্ট।

১) কেন্দ্র সরকারের তরফ থেকে নিজেদের উন্নয়নমূলক কাজকে তুলে ধরার জন্য সবচেয়ে বেশি যে সকল জায়গায় জোর দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো রেল। গত কয়েক বছরে ভারতীয় রেলে এসেছে আমূল পরিবর্তন। রেলের খাতে বারবার বরাদ্দ বৃদ্ধি করে দেশে বন্দে ভারত এক্সপ্রেস, অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার পাশাপাশি বুলেট ট্রেনের কাজ চলছে। এছাড়াও বিভিন্ন স্টেশনকে সাজিয়ে তোলা হচ্ছে এবং সেগুলিকে আন্তর্জাতিক মানে পরিণত করা হচ্ছে। মনে করা হচ্ছে এই বছর রেলের খাতে ২৫ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে। গত বাজেটে যেখানে ১.৩৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এবার তা বেড়ে ৩ লক্ষ কোটি টাকাও হতে পারে।

২) ভারত যেহেতু কৃষি প্রধান দেশ তাই প্রত্যেক বাজেটেই কৃষির উপর আলাদা জোর দেওয়া হয়। মনে করা হচ্ছে এবারের বাজেটেও এর অন্যথা হবে না। এবার বাজেটে কৃষি ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করার পাশাপাশি কৃষকদের খুশির খবর দিয়ে ক্রেডিটও বাড়ানো হতে পারে। এবার বাজেটে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা টাকার পরিমাণ বৃদ্ধি করার ঘোষণা হতে পারে।

আরও পড়ুন 👉 Vote on Account Budget: পূর্ণাঙ্গ নয়, এবার পেশ হবে ভোট অন অ্যাকাউন্ট বাজেট! এই বাজেট আবার কী!

৩) বর্তমান বিজেপি সরকারের তরফ থেকে বরাবর স্বাস্থ্য খাতে আলাদা করে জোর দেওয়া হয়ে আসছে। এবার বাজেটেও স্বাস্থ্য খাতে আলাদা করে বড় ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে জিডিপির ২.৫% বরাদ্দ করা হতে পারে।

৪) স্বাস্থ্য খাতের পাশাপাশি শিক্ষাখাতেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আলাদা জোর দেওয়া হয়ে আসছে গত কয়েক বছর ধরেই। এবারও কেন্দ্র সরকারের তরফ থেকে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করার ঘোষণা হতে পারে এবং তাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেই জানা যাচ্ছে।

৫) স্বাস্থ্য, শিক্ষার পাশাপাশি ক্রীড়া খাতেও আলাদা করে বেশি বরাদ্দের ঘোষণা হতে পারে এবারের বাজেটে। কেননা ২০২৩ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইচ্ছে প্রকাশ করেছিলেন প্যারিস অলিম্পিকের আয়োজন করার। সেইমতো এবার প্যারিস অলিম্পিকের আয়োজন করতে পারে ভারত। ২০২৩ সালে ক্রীড়া খাতে বরাদ্দ করা হয়েছিল ৩৩৯৭.৩২ কোটি টাকা। এবার এই বরাদ্দ আরও বাড়তে পারে।