SMS থেকে ATM, এই ৭ ক্ষেত্রে চার্জ কাটে ব্যাঙ্ক, জানা আছে তো

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের অধিকাংশ মানুষ ব্যাংকের উপর নির্ভরশীল। অফলাইন অথবা অনলাইন উভয় ক্ষেত্রেই ব্যাংক সাধারণ মানুষদের পরিষেবা দিয়ে থাকে। তবে ব্যাংক সমস্ত পরিষেবা বিনামূল্যে দিয়ে থাকে এমন নয়। ৭টি ক্ষেত্র রয়েছে যেখানে ব্যাংক তাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে চার্জ কাটে।

Advertisements

১) আর্থিক লেনদেনের জন্যই ব্যাংকের রয়েছে গুরুত্ব। তবে প্রতিদিন এই লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট একটি সীমা রয়েছে। নির্দিষ্ট সীমার বাইরে নগদ লেনদেনের ক্ষেত্রে বাড়তি চার্জ কাটা হয়। বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে এই চার্জ ভিন্ন ধরনের থাকে। সাধারণত সরকারি ব্যাংকগুলিতে এই চার্জ ২০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

Advertisements

২) এটিএম কার্ড ব্যবহার অথবা বদলানোর ক্ষেত্রে চার্জ দিতে হয় গ্রাহকদের। এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্রে বার্ষিক চার্জ নেওয়ার পাশাপাশি সেই কার্ড হারিয়ে গেলে তা বদলানোর ক্ষেত্রেও চার্জে দিতে হয় গ্রাহকদের। বদলানোর ক্ষেত্রে চার্জ ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

Advertisements

৩) বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ধরনের মিনিমাম ব্যালেন্স রাখার নিয়ম রয়েছে। এই নিয়ম না মানা হলে আলাদা করে চার্জ দিতে হয় গ্রাহকদের।

৪) বর্তমানে অধিকাংশ ব্যাংক NEFT এবং RTGS বিনামূল্যে করে দিলেও IMPS লেনদেনের ক্ষেত্রে চার্জ নেওয়া হয়ে থাকে। এই চার্জ ১ টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত হয়।

৫) নির্দিষ্ট পরিমাণ চেক বিনামূল্যে দেওয়া হয়ে থাকে ব্যাংকের তরফ থেকে। এর বাইরে চেক ব্যবহার করা হলে আলাদা ভাবে চার্জ দিতে হয় এবং ব্যাংক থেকে চেক নিতে হয়।

৬) এটিএম কাউন্টারে ট্রানজেকশন করার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট সীমা। নির্দিষ্ট সেই সীমা পার করার পর ট্রানজেকশন করার ক্ষেত্রে আলাদা করে চার্জ দিতে হয় গ্রাহকদের।

৭) টাকা তোলা অথবা জমা করার ক্ষেত্রে রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস আসে। এই এসএমএস পরিষেবা আগে বিনামূল্যে দেওয়া হয়ে থাকলেও এখন এর জন্য আলাদা করে চার্জ দিতে হয় গ্রাহকদের।

Advertisements