These smartphones with fast charging features are shaking the market: বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া এক মিনিটও থাকা সম্ভব নয়। ক্ষুদে থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক কিংবা বয়স্করা এখন মজে আছে স্মার্টফোনের জাদুতে। বিনোদন কিংবা পড়াশোনা সংক্রান্ত যে কোন বিষয় অথবা কর্ম সংক্রান্ত কোন বিষয়ও স্মার্টফোন ছাড়া একেবারেই করা যায় না। ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার আগে মানুষের সব থেকে প্রিয় বন্ধু হয়ে দাঁড়িয়েছে লেটেস্ট মডেলের স্মার্টফোন। বাজারে যেসব নামিদামি কোম্পানির স্মার্টফোন আছে তাতে রয়েছে ভালো ক্যামেরা এবং স্টোরেজ। যেটা অনেক কোম্পানির ফোনে নেই সেটা হল ফাস্ট চার্জিং, এটা কিন্তু বেশ চিন্তার বিষয়। একবার চার্জে বসিয়ে খুব বেশিক্ষণ যাতে অপেক্ষা করতে না হয় তার জন্য ফাস্ট চার্জিং স্মার্টফোন কিনতে পারেন। 100W থেকে 125W পর্যন্ত ফাস্ট চার্জিং (Fast Charging Smartphones) সাপোর্ট পেয়ে যাবেন। এই প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে কোন কোন স্মার্ট ফোনে এই সুবিধা পেয়ে যাবেন আমজনতা।
মটোরোলা এজ 50 প্রো
ভারতের মার্কেটে বেশ কয়েকদিন আগে লঞ্চ হয়েছে মটোরোলার ইউ স্মার্টফোন। বিভিন্ন অত্যাধুনিক ফিচারে পরিপূর্ণ হল এজ 50 প্রো। এই স্মার্টফোনে পেয়ে যাবেন দুর্দান্ত চ্যাম্পিয়ন চার্জিং সাপোর্ট (Fast Charging Smartphones)। এছাড়াও এতে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 4,500mAh এবং 125 ওয়াট ফাস্ট চার্জিং। যা আজকের প্রতিবেদনে থাকা চারটি ফোনের মধ্যে সবথেকে বেশি। পাশাপাশি থাকছে 50 ওয়াট ওয়্যারলেস চার্জিংও। স্মার্টফোনে ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং 50 মেগাপিক্সেল সেলফি আর প্রসেসর পাবেন Snapdragon 7 Gen 3 চিপসেট।
আইকিউ নিও 9 প্রো
আমজনতার আরো একটি পছন্দের 5G হ্যান্ডসেট হলো এটি। এর দুর্দান্ত লুক এবং ফিচারসে মানুষ এমনিতেই আকৃষ্ট হয়েছে। এই স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন ওয়ানপ্লাসের থেকেও বেশি 120W ফ্ল্যাশ চার্জিং। পাশাপাশি এতে রয়েছে ব্যাটারি ক্যাপাসিটি 5,160mAh। কোম্পানি দাবি করেছে যে, ০ থেকে৫০ শতাংশ চার্জ হতে সময় নেয় ১১ মিনিট (Fast Charging Smartphones)। এই স্মার্ট ফোনে রয়েছে 6.7 ইঞ্চি LTPO AMOLeD ডিসপ্লে ও 144Hz রিফ্রেশ রেট। এর ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল। এছাড়াও সেলফির জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুন ? Juice Jacking: প্রতারণার নয়া চাল জ্যুস জ্যাকিং! বিমানবন্দর, হোটেলে সামলে রাখবেন স্মার্টফোন
ওয়ানপ্লাস 12
তালিকায় থাকা এই ফোনটিও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে ভারতীয় বাজারে। এ বছরই ভারতের ফোনের মার্কেটে লঞ্চ করেছে ওয়ানপ্লাস 12। কোম্পানির ইউ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে পাবেন 100W ফাস্ট চার্জিং এবং পাশাপাশি থাকছে 50W ওয়্যারলেস চার্জিং। ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 5,400mAh। এতে যে শুধু ফাস্ট চার্জিং (Fast Charging) আছে তাই নয়, সেই চার্জ যাতে অনেকক্ষণ ধরে রাখা যায় সেই ব্যবস্থাও করা আছে। এই স্মার্টফোনে রয়েছে 16 জিবি ব়্যাম, Snapdragon 8 Gen 3 প্রসেসর এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা।
রেডমি নোট 13 প্রো প্লাস
এই স্মার্টফোনটি ভারতের মার্কেটে সদ্য লঞ্চ হয়েছে। রেডমি নোট 13 প্রো প্লাস মানুষের পছন্দের আরও একটি ফোন। স্মার্টফোনে পেয়ে যাবেন 120 ওয়াট ফাস্ট চার্জিং। ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 5,000mAh। রেডমির দাবি অনুযায়ী এটি ০ থেকে ১০০ শতাংশ চার্জ হতে পারে মাত্র ১৯ মিনিটে। ফোনটি ফুল চার্জ হয়ে যাবে একেবারে চোখের পলকে। 6.67 ইঞ্চি 3D কার্ভ ডিসপ্লে রয়েছে স্মার্টফোনে। সঙ্গে Dimensity 7200 প্রসেসর। স্মার্টফোনের মুল আকর্ষণ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।