July GST Rate Change: জুলাই ভারতীয় নাগরিকদের কাছে আশীর্বাদ! খরচ কমতে চলেছে এই সকল জিনিসের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : জুন শেষে শুরু হয়ে গেল জুলাই মাস। জুলাই মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বেশ কিছু সুখবর এসেছে এবং আসতে চলেছে ভারতীয় নাগরিকদের জন্য। কেননা গত কয়েকদিন আগেই জিএসটি কাউন্সিলের (GST Council) বৈঠক হয় এবং সেই বৈঠকে বেশ কিছু জিনিস ও পরিষেবার উপর থেকে জিএসটি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি সামনেই রয়েছে বাজেট আর সেই বাজেটেও বেশ কিছু সুখবর আসতে পারে।

বাজেট পেশ হওয়ার আগেই অবশ্য কেন্দ্র সরকারের তরফ থেকে জিএসটিতে পরিবর্তন (July GST Rate Change) আনায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সকল সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জিনিসপত্র ও পরিসেবার দাম জুলাই মাস থেকে কমবে। কোন কোন ক্ষেত্রে খরচ কমবে সেই তালিকাও পাওয়া গিয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই সকল সুখবরের তালিকা।

১) রেল পরিষেবার বেশ কিছু ক্ষেত্রে জিএসটি কাউন্সিল জিএসটি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সাধারণ নাগরিকদের খরচ কমে যাবে এমনটাই আশা করা হচ্ছে। রেলের যে সকল পরিষেবার ক্ষেত্রে জিএসটি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি হল প্ল্যাটফর্ম টিকিট, ওয়েটিং রুমের ভাড়া, বিশ্রাম নেওয়ার রুমের ভাড়া, ক্লোকরুমের চার্জ এবং স্টেশনে ব্যাটারি চালিত গাড়ির ভাড়া। এই সিদ্ধান্তের ফলে রেল যাত্রীরা অনেকটাই উপকৃত হবেন। বিশেষ করে দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করা যাত্রীদের উপকার অনেক বেশি হবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

আরও পড়ুন 👉 LPG GST Share Details: একটি রান্নার গ্যাস সিলিন্ডার থেকে কত টাকা লাভ করে রাজ্য, কত কেন্দ্র!

২) জিএসটি কাউন্সিলের নতুন সিদ্ধান্তের ফলে সেই সকল পড়ুয়ারা খুব উপকৃত হবেন যারা বাইরে হোস্টেলে থেকে পড়াশোনা করে থাকেন। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে হোস্টেল ভাড়া নিলে আগে ভাড়ার পাশাপাশি জিএসটি দিতে হতো। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে হোস্টেল নিলেই বেশি খরচ করতে হতো পড়ুয়াদের।

৩) কার্টন বক্সের উপর আগে ১৮ শতাংশ জিএসটি নেওয়া হতো। তবে এবার জিএসটি কাউন্সিলের বৈঠকে এই খাতে জিএসটি ৬ শতাংশ কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই সকল কার্টন বক্সের পিছনে খরচ এবার কমে যাবে। কার্টন বক্স মূলত বিভিন্ন জিনিসপত্র প্যাকেজ করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে সাধারণ বিস্কুট থেকে শুরু করে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি অনলাইন বিভিন্ন প্রোডাক্ট প্যাকেজ করার ক্ষেত্রেও এই ধরনের কার্টন বক্স ব্যবহার করা হয়।