নিজস্ব প্রতিবেদন : দিন যত এগিয়ে চলেছে ততই ভারতীয় নাগরিকরা ডিজিটাল মাধ্যমগুলিকে নিজেদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নিচ্ছেন। একসময় অধিকাংশ মানুষকেই মোবাইল রিচার্জ (Mobile Recharge) থেকে শুরু করে ডিটিএইচ (DTH) সহ বিভিন্ন ক্ষেত্রের বিল পেমেন্টের জন্য দোকানে অথবা অফিসে দৌড়াতে দেখা যেত। কিন্তু এখন শেষ হবে দিন শেষ হয়ে গিয়েছে।
বর্তমান সময়ে অধিকাংশ মানুষকেই দেখা যায় বাড়িতে বসেই নিজেদের মোবাইল রিচার্জ অথবা dth সহ বিভিন্ন বিল পেমেন্ট অনলাইনে করে নিতে। আবার প্রথমদিকে অনলাইনে এইসব পেমেন্ট করার জন্য ব্যাপক ক্যাশব্যাক দেওয়া হতো। কিন্তু যখনই অনলাইনে মোবাইল রিচার্জ এবং অন্যান্য বিল পেমেন্ট জনপ্রিয় হয়ে দাঁড়ালো তখনই সেই সব ক্যাশব্যাক বন্ধ করে দেওয়া হয়। তবে এখনো ক্যাশব্যাক মিলতে পারে যদি কারো কাছে তিনটি ক্রেডিট কার্ড (Credit Card) থাকে।
১) যে সমস্ত গ্রাহকদের কাছে গুগল পে (Google Pay) অ্যাপ রয়েছে এবং তাদের কাছে যদি অ্যাক্সিস ব্যাংকের ACE ক্রেডিট কার্ড থাকে তাহলে তারা ক্যাশব্যাকের সুবিধা পাবেন। এক্ষেত্রে মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ব্রডব্যান্ড, এলপিজি, বিদ্যুৎ, গ্যাস ও জল সহ বিভিন্ন বিল পেমেন্টের উপর ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এছাড়াও এই ক্রেডিট কার্ড দিয়ে সুইগী, জোম্যাটো থেকে খাবার কিনলে অথবা ওলা অ্যাপের মাধ্যমে গাড়ি বুকিং করার পর পেমেন্ট করলে ৪ শতাংশ ক্যাশব্যাক পেয়ে থাকেন। এছাড়াও অন্যান্য অনলাইন পেমেন্টের ক্ষেত্রেও ২ শতাংশ ছাড় দেওয়া হয়।
আরও পড়ুন ? HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মে বদল! না জানলে পকেট থেকে খসবে টাকা
২) যে সমস্ত গ্রাহকরা Airtel Thanks অ্যাপ ব্যবহার করেন এবং এয়ারটেল অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন তারা বিদ্যুৎ, রান্নার গ্যাস অথবা পানীয় জলের বিল পেমেন্টের জন্য ১০% পর্যন্ত ছাড় পেয়ে থাকেন। মাসে সর্বোচ্চ ৩০০ টাকা ছাড় দেওয়া হয়। এছাড়াও Airtel Thanks অ্যাপ এবং এই ক্রেডিট কার্ডের মাধ্যমে এয়ারটেল মোবাইল, ডিটিএইচ, ব্রডব্যান্ড পেমেন্ট করলে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়। সর্বোচ্চ ছাড়ের পরিমাণ ৩০০ টাকা।
৩) অ্যাক্সিস ব্যাঙ্ক ফ্রিচার্জ ক্রেডিট কার্ড যাদের রয়েছে তারা মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ সহ বিভিন্ন ধরনের বিল পেমেন্টের উপর আনলিমিটেড ৫% ক্যাশব্যাক পেয়ে থাকেন। এছাড়াও ওলা, উবের, অনলাইন শাটল ইত্যাদির ক্ষেত্রে ২ শতাংশ ছাড় দেওয়া হয়ে থাকে। অন্যান্য লেনদেনের ক্ষেত্রেও ১ শতাংশ ছাড় দেওয়া হয়।