নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবার বিকল্প এখনো পর্যন্ত ভারতে তৈরি হয়নি। গণপরিবহনের ক্ষেত্রে নানান ধরনের বিকল্প ব্যবস্থা এলেও প্রতিনিয়ত বেড়ে চলেছে ট্রেনের চাহিদা। ভারতীয় রেলের (Indian Railways) উপর ভর করে প্রতিদিন প্রায় এক কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। এক্সপ্রেস, প্যাসেঞ্জার, মেল ট্রেনের মতোই ব্যাপক চাহিদা দেখা যায় লোকাল ট্রেনের (Local Train) ক্ষেত্রেও। এসবের পরিপ্রেক্ষিতে এবার রেলের তরফ থেকে অন্যান্য ট্রেনের মত লোকাল ট্রেনের পরিষেবাও উন্নত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এখনো পর্যন্ত দেশে খুব কম সংখ্যক লোকাল ট্রেনে রয়েছে ফার্স্ট ক্লাস কামরা। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই সংখ্যাটা একেবারেই নগণ্য। পশ্চিমবঙ্গের একটিমাত্র লোকাল ট্রেনে এই মুহূর্তে রয়েছে first class কামরাযুক্ত লোকাল ট্রেন। তবে আগামী দিনে শিয়ালদহ ডিভিশনের ৬টি লোকাল ট্রেনের কপাল খুলছে। এই ৬টি লোকাল ট্রেনে এবার যুক্ত করা হবে ফার্স্ট ক্লাস কামরা।
চলতি বছর দেবী পক্ষের সূচনা অর্থাৎ মহালয়ার দিন প্রথম শিয়ালদহ রানাঘাট রুটে চলা মাতৃভূমি লোকালে প্রথম পাইলট প্রজেক্ট হিসাবে একটি ফার্স্ট ক্লাস কামরা যুক্ত করা হয়েছিল। এবার নতুন করে তিনটি রুট বেছে নেওয়া হয়েছে এবং সেই তিনটি রুটের দুটি করে মাতৃভূমি লোকালে ফার্স্ট ক্লাস কামরা যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর ফলে শিয়ালদা ডিভিশন আরও ৬টি ট্রেনে পেতে চলেছে ফার্স্ট ক্লাস কামরা।
যে সকল রুটের মাতৃভূমি লোকালে ফার্স্ট ক্লাস কামরা যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই সকল রুটগুলি হল শিয়ালদা থেকে রানাঘাট, শিয়ালদা থেকে নৈহাটি এবং শিয়ালদা থেকে ব্যারাকপুর। এই তিনটি রুটের দুটি করে মাতৃভূমি লোকালে ফার্স্ট ক্লাস কামরা যুক্ত করা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। এই সকল ট্রেনগুলিতে ফার্স্ট ক্লাস কামরা যুক্ত হওয়ার পর ওই সকল কামরায় সফর করতে হলে কত ভাড়া গুনতে হবে?
বর্তমানে লোকাল ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে যে ভাড়া পড়ে ফার্স্ট ক্লাস কামরায় যাতায়াত করার জন্য তার পাঁচ গুণ বেশি ভাড়া পড়বে। অন্যদিকে যারা মান্থলি করে যাতায়াত করেন তারা যদি ফার্স্ট ক্লাস কামরায় যাতায়াত করে থাকেন তাহলে তাদের চার গুণ বেশি ভাড়া দিতে হবে। বর্তমানে যেখানে ২০ টাকা ভাড়া সেই জায়গায় ভাড়া দিতে হবে ১১০ টাকা। মান্থলির ক্ষেত্রে ৩৫৫ টাকার ভাড়া দাঁড়াবে ১২৭০ টাকা। যদিও এই ট্রেনগুলিতে কবে ফার্স্ট ক্লাস কামরা যুক্ত হবে তা সম্পর্কে নিশ্চিতভাবে কোন দিনক্ষণ এখনো জানা যায়নি।