Toy Train Cancelled: উত্তরবঙ্গের এই রুটে ১১ দিন বাতিল টয় ট্রেন, রইল পুরো তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বছরের বিভিন্ন সময় দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ভিড় জমান উত্তরবঙ্গের শৈল শহর দার্জিলিং সহ পার্শ্ববর্তী এলাকায়। বর্তমানে বর্ষা শুরু হয়ে গেলেও এখনো পর্যটকদের ভিড় রয়েছে যথেষ্ট, প্রতিদিনই দূর-দূরান্ত থেকে আসছেন পর্যটকরা। এখন যেন দার্জিলিং বর্ষাতেও ভরা মরশুমে পরিণত হয়েছে। তবে এমন মরশুমেই টয় ট্রেন বাতিল রাখার ঘোষণা করল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (Northeast Frontier Railway)।

Advertisements

সম্প্রতি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফ থেকে ১১ দিন পাহাড়ের একটি রুটে টয় ট্রেন বাতিল রাখার ঘোষণা করেছে। তাদের তরফ থেকে কোন কোন দিন টয়ট্রেন পরিষেবা বন্ধ থাকবে তা সম্পর্কিত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। রেলের এমন সিদ্ধান্তের ফলে যদি কেউ এখন উত্তরবঙ্গ সফরে যান তাহলে ওই কয়েকটি দিন টয়ট্রেন সফর করতে পারবেন না।

Advertisements

রেলের তরফ থেকে ১১ দিন টয় ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত রক্ষণাবেক্ষণের কাজের জন্য। যা জানা যাচ্ছে তাতে ওই কয়েকটি দিন টয় ট্রেনের লাইনের কাজ হবে। ১১ দিন টয়ট্রেন বাতিল থাকার কারণে বহু পর্যটক রয়েছেন যারা টয়ট্রেনে চড়ার স্বপ্ন দেখছিলেন তাদের সেই স্বপ্ন এখন ভেঙে চুরমার হয়ে গেল। দার্জিলিং, নিউ জলপাইগুড়ি ভ্রমণে গিয়ে বিভিন্ন জায়গা ঘোরার সুযোগ পেলেও তাদের ওই কয়েকটি দিন টয়ট্রেনে চড়ার স্বপ্ন পূরণ হবে না।

Advertisements

আরও পড়ুন ? হাইড্রোজেন ট্রেন নিয়ে আসছে বড় চমক! বাংলা সহ বেছে নেওয়া হল ৮ রুট

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী ৫২৫৪১ এবং ০২৫৪১ নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং, কার্শিয়াং থেকে দার্জিলিং টয়ট্রেন বাতিল থাকবে জুন মাসের ২২, ২৪, ২৬, ২৮ এবং ৩০ তারিখ। অর্থাৎ এই দুটি টয় ট্রেনের পরিসেবা পাওয়া যাবে না জুন মাসের পাঁচ দিন। রেলের তরফ থেকে রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই কয়েক দিন এই দুটি টয়ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে ৫২৫৪০ এবং ০২৫৪০ দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি এবং দার্জিলিং থেকে কার্শিয়াং টয় ট্রেন দুটি বাতিল থাকবে জুন মাসের ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এবং জুলাই মাসের ১ তারিখ। এই দুটি টয়ট্রেন মোট ৬ দিন পরিষেবা দেবে না। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী ২১ জুন থেকে ১ জুলাই পর্যন্ত এই সকল টয় ট্রেনের পরিষেবা পাওয়া যাবে না।

Advertisements