Cyclone Remal Trains Cancelled: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল, একের পর এক ট্রেন বাতিল করল রেল, রইল তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আর কোন জল্পনা নয়, এবার সত্যি সত্যিই দক্ষিণ পশ্চিম বঙ্গোসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড় রবিবার ভূখণ্ডে আছড়ে পড়বে বলেই এখনো পর্যন্ত জানা গিয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বেশ ভালই লক্ষ্য করা যাবে বলেও সর্তকতা জারি করা হয়েছে।

Advertisements

দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ তৈরি হওয়ার পর সেই নিম্নচাপ ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করা শুরু করে। শনিবার সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে, হাওয়া অফিসের তরফ থেকে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর রিমাল বা রেমাল (Cyclone Remal) নামে ভূখণ্ডে আছড়ে পড়বে।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে এখনো পর্যন্ত সঠিকভাবে জানানো সম্ভব হয়নি, ঠিক কোথায় এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে। তবে এখনো পর্যন্ত যা অনুমান করা হচ্ছে তাতে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের সুন্দরবন এলাকার কোন এক জায়গায় এর ল্যান্ডফল হতে পারে। আবার আন্তর্জাতিক আবহাওয়া মডিউলের জনপ্রিয় কিছু মডিউল দাবি করছে, শেষ মুহূর্তে এসে ঘূর্ণিঝড়টি বাঁক নিয়ে দীঘার দিকে পৌঁছে কোথাও ল্যান্ডফল করতে পারে।

Advertisements

আরও পড়ুন ? Cyclone Remal: রবিবারও আসতে হবে কাজে, ছুটি বাতিল এই সকল কর্মীদের, রেমালে সতর্ক নবান্ন

ঘূর্ণিঝড়ের এমন পরিস্থিতির কথা মাথায় রেখে যাত্রীদের সুরক্ষার জন্য এবার রেলের তরফ থেকে ট্রেন বাতিল করার ঘোষণা করা হলো। কেননা এই ঘূর্ণিঝড় ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ভূখণ্ডের দিকে ধেয়ে এসে আছড়ে পড়বে এবং ল্যান্ডফলের সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ১৩০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই পরিস্থিতির দিকে তাকিয়ে ট্রেন চলাচল করা ঠিক হবে না বলেই মনে করছে রেল। আর এরই পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি ট্রেন বাতিল করার ঘোষণা করা হয়েছে।

পরিস্থিতির কথা মাথায় রেখে রেলের তরফ থেকে ২৬ মে রবিবার ২২৮৯৭ হাওড়া দিঘা কান্ডারী এক্সপ্রেস এবং ২২৮৯৮ হাওড়া দীঘা কান্ডারী এক্সপ্রেস বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ০৮১৩৭ পাঁশকুড়া দীঘা মেমু, ০৮১৩৯ পাঁশকুড়া দীঘা ইএমইউ। ২৭ মে অর্থাৎ সোমবার বাতিল থাকছে ০৮১৩৬ দীঘা পাঁশকুড়া মেমু, ০৮১৩৮ দিঘা পাঁশকুড়া মেমু। অন্যদিকে পুরি দিঘা ২২৮৯০ যে ট্রেনটি সপ্তাহে যাতায়াত করে সেটি শনিবার খড়্গপুরে এসে যাত্রা শেষ করবে। ২২৮৮৯ দীঘা পুরী সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটি খড়গপুর থেকে রবিবার যাত্রা শুরু করবে।

Advertisements