Railway Maintenance: নববর্ষের শুরুতেই বিপত্তি! টানা দু’মাস ভুগতে হবে হাওড়া ডিভিশনের রেল যাত্রীদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলকে (Indian Railways) গণপরিবহনের লাইফ লাইন বলা হয়ে থাকে মূলত দেশের কোটি কোটি মানুষ রেল পরিষেবার উপর নির্ভরশীল থাকায়। দেশের কোটি কোটি মানুষ যেমন রেল পরিষেবার ওপর নির্ভরশীল, ঠিক সেই রকমই রেলেরও দায়িত্ব ওই সকল কোটি কোটি মানুষদের সঠিক সময়ে এবং সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছে দেওয়া।

Advertisements

রেলের তরফ থেকে এমন গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সময় রেলের বিভিন্ন পরিসেবার রক্ষণাবেক্ষণের (Railway Maintenance) কাজ চালাতে হয়। ঠিক সেই রকমই ১৫ এপ্রিল থেকে ২২ জুন পর্যন্ত হাওড়া ডিভিশনের হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বালি এবং হাওড়া-বর্ধমানের মেন সেকশনে রেল ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এই কাজ চলাকালীন প্রতিদিন ১৫০ মিনিট ধরে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে।

Advertisements

রক্ষণাবেক্ষণের এই কাজের জন্য ১২৩৭০ দেহরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেস ব্যান্ডেলের উপর দিয়ে ঘুরিয়ে যাতায়াত করানো হবে। ১২৩২৮ দেহরাদুন-হাওড়া এক্সপ্রেসকেও ব্যান্ডেলের উপর দিয়ে ঘুরিয়ে যাতায়াত করানো হবে। ১৫২৭২ মুজাফফরপুর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস ব্যান্ডেলের উপর দিয়ে ঘুরে যাতায়াত করবে। ০৩০৫১ হাওড়া বর্ধমান মেমু ট্রেনটি ডানকুনি দিয়ে ঘুরে যাতায়াত করবে।

Advertisements

আরও পড়ুন ? Musk-Ambani: টাটার একচেটিয়া বাজারে দেখে লোভ! টেক্কা দিতে এলন মাস্ককে নিয়ে গুঁটি সাজাচ্ছেন আম্বানি

অন্যদিকে ১৩০৩০ মোকামা হাওড়া এক্সপ্রেস এবং ১৩০২৪ গয়া হাওড়া এক্সপ্রেস আগের মতই নির্ধারিত রুটে চলাচল করলেও সময়ের থেকে দেরিতে চলবে। মোকামা হাওড়া এক্সপ্রেস ৭৫ মিনিট এবং গয়া হাওড়া এক্সপ্রেস ১৫ মিনিট দেরিতে চলবে বলে জানা যাচ্ছে রেল সূত্রে। সাধারণ যাত্রীদের যাতে এমন পরিবর্তনের ক্ষেত্রে কোন অসুবিধা না হয় তার জন্য আগাম বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রেলের তরফ থেকে এই যে সকল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে অথবা ধীরে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সকল ট্রেনের যাত্রীদের রুট বুঝে যাতায়াত করতে হবে। তবে দিনে ১৫০ মিনিট ট্র্যাফিক ও পাওয়ার ব্লক হওয়ার কারণে খুব যে সমস্যায় পড়তে হবে তা নয় বলেই মনে করা হচ্ছে।

Advertisements