Train Cancelled Cyclone Remal: তাণ্ডব দেখাবে ঘূর্ণিঝড় রেমাল! বাতিল করা হলো শিয়ালদা ও হাওড়া ডিভিশনের এই সকল ট্রেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে। হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে এই ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal) নামে রবিবার আছড়ে পড়বে ভূ-ভাগে। প্রথমদিকে এই ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে অতটা গুরুত্ব দেওয়া না হলেও ধীরে ধীরে এখন শক্তি অনেকটাই বেড়েছে বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে এবং এই ঘূর্ণিঝড় তাণ্ডব দেখাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Advertisements

ঘূর্ণিঝড় রেমাল যেভাবে শক্তি সঞ্চয় করছে এবং তার ঝড়ের গতিবেগ যা থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে রেলের (Indian Railways) তরফ থেকে বিভিন্ন রুটের ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া ও শিয়ালদা ডিভিশনের বিভিন্ন রুটের ট্রেন বাতিল (Train Cancelled) করার ঘোষণা করেছে পূর্ব রেল (Eastern Railway)। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন কোন রুটের ট্রেন বাতিল করার ঘোষণা করা হয়েছে।

Advertisements

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবারও বেশ কিছু ট্রেন বাতিল ছিল। এর পাশাপাশি রবিবার বাতিল করা হয়েছে হাওড়া ব্যান্ডেল শাখার ৯ জোড়া লোকাল ট্রেন। একইভাবে বাতিল করা হয়েছে হাওড়া সিঙ্গুর রুটের একজোড়া লোকাল ট্রেন। ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার আগে প্রবল বেগে ঝড়ের আশঙ্কা এবং বৃষ্টির পরিপ্রেক্ষিতে রবিবার রাত ১১ টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদা দক্ষিণ শাখা, হাসনাবাদ, বারাসাত শাখায় বাতিল করা হয়েছে ট্রেন।

Advertisements

আরও পড়ুন ?Howrah-Esplanade Route: হার মানল একের পর এক রুট! নতুন নজির গড়ল গঙ্গার নিচে মেট্রো, রোজগার হলো এত কোটি টাকা

ঘূর্ণিঝড় রেমালের কারণে ট্রেন বাতিল করার সিদ্ধান্তের ফলে রবিবার লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা, শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, শিয়ালদা থেকে বজবজ, শিয়ালদা থেকে ক্যানিং, শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল। সোমবার বাতিল করা হচ্ছে একাধিক লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা, শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, শিয়ালদা থেকে বজবজ, শিয়ালদা থেকে ক্যানিং, শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার, শিয়ালদা থেকে সোনারপুর, শিয়ালদা থেকে বারুইপুর, শিয়ালদা/বারাসত থেকে হাসনাবাদ লোকালের মতো ট্রেন বাতিল থাকছে।

শিয়ালদা এবং হাওড়া ডিভিশন ছাড়াও দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে দীঘাগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ২৬ মে রবিবার ২২৮৯৭ হাওড়া দিঘা কান্ডারী এক্সপ্রেস এবং ২২৮৯৮ হাওড়া দীঘা কান্ডারী এক্সপ্রেস বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ০৮১৩৭ পাঁশকুড়া দীঘা মেমু, ০৮১৩৯ পাঁশকুড়া দীঘা ইএমইউ। ২৭ মে অর্থাৎ সোমবার বাতিল থাকছে ০৮১৩৬ দীঘা পাঁশকুড়া মেমু, ০৮১৩৮ দিঘা পাঁশকুড়া মেমু। অন্যদিকে পুরি দিঘা ২২৮৯০ যে ট্রেনটি সপ্তাহে যাতায়াত করে সেটি শনিবার খড়্গপুরে এসে যাত্রা শেষ করবে। ২২৮৮৯ দীঘা পুরী সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটি খড়গপুর থেকে রবিবার যাত্রা শুরু করবে। এর পাশাপাশি কলকাতা বিমানবন্দরে রবিবার রাত ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত সমস্ত উড়ান বাতিল করা হয়েছে।

Advertisements