Follow these rules if you want to avoid Millipedes this Monsoon: বঙ্গে বর্ষা কিন্তু ইতিমধ্যেই ঢুকে গেছে। বর্ষাকাল আসলেই নানারকম পোকামাকড়ের উপদ্রব বৃদ্ধি পায়। তারমধ্যে কেন্নোর (Millipedes) উপদ্রব সবথেকে বেশি দেখা দেয়। বাড়ির স্যাঁতস্যাঁতে ভেজা জায়গায় এবং সংলগ্ন বাগানে যত্রতত্র দেখা যায় এই কেন্নোকে। কখনো একাই রেলগাড়ির মতো আপন গতিতে হেঁটে চলেছে, আবার কখনো জোট বেঁধে রয়েছে। তবে কেন্নো দেখলেই শরীরের ভিতর এক অস্বস্তি সৃষ্টি হয়। কিভাবে এর হাত থেকে রেহাই পাওয়া যায়? জেনে নিতে হবে কিছু ঘরোয়া টোটকা।
বর্ষাকালে এমনিতেই পরিবেশ খুব স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, আর এরকম পরিবেশ কেন্নোদের খুবই প্রিয়। এইরকম পরিবেশে কেন্নোদের আনাগোনা অনেকটাই বৃদ্ধি পায়। এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হবে কিভাবে বর্ষাকালে কেন্নোদের (Millipedes) হাত থেকে রেহাই পাওয়া যায়। তাহলে অবশ্যই কিছু নিয়ম পালন করতে হবে। এইসব নিয়ম পালন করলে কেন্নোর উপদ্রব অনেকটাই কমে যাবে।
বর্ষাকালে মাঝে মাঝেই বর্ষা হয়ে থাকে, ফলে ঘর এবং বাইরে দুটো জায়গাই থাকে ভিজে ও স্যাঁতস্যাঁতে। এই পরিবেশ কেন্নোদের (Millipedes) কিন্তু সত্যিই খুব পছন্দের পরিবেশ। তাই সব সময় মাথায় রাখতে হবে, ঘরে যাতে আদ্রতা বেশি না থাকে। ঘর যদি ভিজে থাকে তাহলেই এদের উপদ্রব দেখা যায়। তাই চেষ্টা করতে হবে দিনের বেলাতে যাতে সমস্ত ঘরে ভালোভাবে আলো ঢোকে। ঘরে রোদের আলো যদি পর্যাপ্ত পড়ে তাহলে এদের উৎপাত অনেকটা কমবে। এছাড়াও ঘরের কোণে কিংবা জানালার পাশে অথবা বাগানে ডায়াটোমেটিয়াস পাউডার ছড়িয়ে দিন। কেন্নোরা যখনই এই পাউডারের সংস্পর্শে আসবে তখনই তাদের দেহ জলের অভাবে শুকিয়ে যাবে। অবশেষে তারা মারা যাবে।
আরো একটি বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হল ঘরের দেওয়াল কিংবা মেঝেতে যাতে কোন রকম ফাটল না থাকে। ফাটল থাকলে তা অবশ্যই ভরাট করে দিন নাহলে সেখান বাসা বাঁধবে কেন্নোরা (Millipedes)। এছাড়াও জলের পাইপ লাইনের আশেপাশের জায়গাগুলো ভালোভাবে খেয়াল রাখবেন। আপনাকে একটি প্লাস্টিকের জলের বোতল এবং ইঞ্চি ছয়েক লম্বা পাইপ নিতে হবে। সাথে রাখুন কিছু টুকরো করা ফল। বোতলের মুখে টুকরো করার ফলগুলো ভরে তারপর লম্বা পাইপটি ইঞ্চি দুয়েক ঢুকিয়ে দিন। ভালোভাবে টেপ দিয়ে মুখটি আটকে মাটিতে লম্বা ভাবে শুয়ে দিন। যখন দেখবেন প্রচুর পরিমাণে কেন্নো ধরা পড়ছে বোতলটিকে জলে ফেলে দিন।
বাড়িতে গাছ থাকলে তার মাটিতে, ঘরের সীমানাতে, বাগানের ফেন্সের তলায় এমনকি দরজার পিছনে পর্যন্ত কেন্নো দেখা দেয়। আপনি যদি সেই সব জায়গায় এসেনশিয়াল অয়েল ছড়িয়ে দেন তাহলে এর হাত থেকে মুক্তি পাবেন। কেন্নো মারতে গেলে বোরিক অ্যাসিড খুবই কাজে লাগে। এই অ্যাসিড কেন্নোর শরীরে লাগলে হজম ক্ষমতা অনেকটাই কমে যায়। তাই এই অ্যাসিড বাড়ীর যত্রতত্র ছড়িয়ে দিন। কেন্নোর হাত থেকে অবশ্যই মুক্তি পাবেন।