নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলকে (Indian Railways) গণপরিবহনের লাইফ লাইন বলা হয়। কেননা রেল পরিষেবার ওপর ভর করে প্রতিদিন প্রায় দু’কোটি মানুষ নিজেদের গন্তব্যে নিশ্চিন্তে পৌঁছে যান। বছরে যাত্রীদের সংখ্যা প্রায় ৭০০ কোটি। আর এই বিপুলসংখ্যক যাত্রীদের আরও বেশি সুযোগ-সুবিধা দেওয়ার জন্য রেলের তরফ থেকে প্রতিনিয়ত কোন না কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
রেল পরিষেবা ভারতীয়দের কাছে গণপরিবহনের লাইফ লাইন, রেল পরিষেবা স্তব্ধ হয়ে গেলে জনজীবন যেন স্তব্ধ হয়ে যায়। তবে এসবের পরেও যদি নজর রাখা যায় তাহলে দেখা যাবে, এখনো দেশের সব প্রান্তে রেল পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। আবার নজর রাখলে দেখা যাবে, দেশে যে সকল ট্রেন এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলে সেগুলি সব স্টেশনের স্টপেজও (Train Stoppage) দেয় না।
কিন্তু যেকোনো এলাকার বাসিন্দাদেরই চাহিদা থাকে, যেন তাদের এলাকায় তাদের এলাকার উপর দিয়ে ছুটে চলা ট্রেনগুলি স্টপেজ দেয়। সব ক্ষেত্রে হয়তো সেই চাহিদা পূরণ করা যায় না, তবে এবার দূরপাল্লার দুটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বাড়ানো হলো বাংলায়। ওই দুটি ট্রেনের স্টপেজ বৃদ্ধি করার ফলে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই।
যে দুটি ট্রেনের কথা বলা হচ্ছে সেই দুটি ট্রেনের স্টপেজ বৃদ্ধি করা হয়েছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুটি স্টেশনে। ট্রেন দুটির মধ্যে একটি হলো সরাইঘাট এক্সপ্রেস এবং অন্যটি হল শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস। মঙ্গলবার ২১ মার্চ থেকে শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস এবং ২২ মার্চ বুধবার থেকে সরাইঘাট এক্সপ্রেস বাড়তি স্টপেজ দেওয়া শুরু করবে।
১২৩৪৫ হাওড়া থেকে গুয়াহাটিগামী সরাইঘাট এক্সপ্রেস ট্রেনটি এবার বৈকাল ৬:২৯ মিনিটে সাঁইথিয়া স্টেশন পৌঁছাবে এবং সেখানে দু’মিনিট স্টপেজ দেওয়ার পর ৬:৩১ মিনিটে সাঁইথিয়া স্টেশন ছেড়ে পরের স্টেশনের দিকে রওনা দেবে। অন্যদিকে ১২৩৪৬ গুয়াহাটি থেকে হাওড়াগামী সরাইঘাট এক্সপ্রেস ট্রেনটি রাত ২:১২ মিনিটে সাঁইথিয়া স্টেশন আসবে এবং দু’মিনিট স্টপেজ দেওয়ার পর রাত ২:১৪ মিনিটে পরের স্টপেজের দিকে রওনা দেবে। অন্যদিকে ১৩১৫৩ শিয়ালদা থেকে মালদা টাউন গামী গৌড় এক্সপ্রেস রাত ৩:২৫ মিনিটে নলহাটি স্টেশন পৌঁছাবে এবং দু’মিনিট স্টপেজ দেওয়ার পর রাত ৩:২৭ মিনিটে পরবর্তী স্টেশনের দিকে রওনা দেবে।