These two Multibagger PSU Stocks gave 430% returns in two months: বর্তমানে শেয়ার বাজারে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভলপমেন্ট এজেন্সি বা IREDA অত্যন্ত জনপ্রিয় একটি সংস্থা। গত বছরের নভেম্বর মাসে শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয়েছে এই রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। বর্তমানে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভলপমেন্ট এজেন্সি নামক এই কোম্পানিটির আইপিও লঞ্চ হয়েছে। এর পর থেকেই শেয়ার বাজারের স্টক মার্কেটে (Multibagger PSU Stock) উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এই সংস্থা। শুধু তাই নয়, দুই মাসের কম সময়ে আইপিও তে অর্থ বিনিয়োগকারী গ্রাহক দের বেশ মোটা অঙ্কের টাকা রিটার্ন করেছে এই সংস্থা। খুচরো বিনিয়োগকারী দের মধ্যে যারা শেয়ার বাজারের আইপিও তে নিজেদের অর্থ বরাদ্দ করেছেন তাদের বিনিয়োগ এর ফলে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে।
এই বিনিয়োগের বৃদ্ধির বিষয়টি IREDA কে স্বল্প সময়ের মধ্যে একটি স্ট্যান্ড আউট পারফর্মার করে তুলেছে। ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভলপমেন্ট এজেন্সি হলো দেশের বৃহত্তম পিওর প্লে গ্রিন ফিনান্সিং NBFC। 2023 সালের নভেম্বর থেকে এই সংস্থাটির আইপিও র ইস্যুর দাম ছিল ৩২ টাকা। তবে এই কোম্পানির প্রতিটি শেয়ার বর্তমানে ৬০ টাকার এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে। এই সংস্থায় অর্থ বিনিয়োগ করেন এমন বিনিয়োগকারী দের অর্থ তালিকাভুক্তির সময় প্রায় ৮৭.৫% প্রিমিয়ামের থাকতে হয়। বর্তমান সময় পর্যন্ত এই সংস্থার স্টকটি (Multibagger PSU Stock) একটি শক্তিশালী ঊর্ধ্বমুখী গতি বজায় রেখেছে।
এই স্টকের (Multibagger PSU Stock) গতি এখনও পর্যন্ত আর নিম্নমুখী হয়নি। কিন্তু বৃহস্পতিবার বাজার বন্ধের সময় পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এই কোম্পানিটির শেয়ারের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় ৪.৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর বর্ধিত মূল্য হয়েছে ১৬৯.৮০ টাকা। নির্ধারিত এই মূলত বৃহস্পতি বারের হিসাবে কোম্পানিটির শেয়ার রেকর্ডকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে দিয়েছে। শেয়ার মার্কেট সূত্রে জানা গেছে এই স্টকটি বর্তমানে আইপিও-র মূল্যের তুলনায় প্রায় ৪৩০.৬ শতাংশ উপরে ট্রেড করছে। যা কোম্পানীর তালিকাভুক্তির মূল্য থেকে স্টকটির দাম প্রায় ১৮৩ শতাংশ ঊর্ধ্বগামী করে রেখেছে।
এই সংস্থা টির মাসিক পারফর্ম্যান্স ও অত্যন্ত ভালো। এর মাসিক বৃদ্ধির দিকে তাকালে দেখা যায় ২০২৩ সালের ডিসেম্বরে এই সংস্থার স্টকটি ৫৭.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন আগেই শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস। আর চলতি মাসে এখন পর্যন্ত এই সংস্থার স্টকটি ৬৫ শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে। নিজের পারফর্ম্যান্সের ভিত্তিতে এই স্টকটি (Multibagger PSU Stock) S&P BSE IPO সূচকে বর্তমানে শীর্ষস্থানে অবস্থান করছে। ২০২৩-২০২৪ সালের তৃতীয় ত্রৈমাসিকে এই কোম্পানিটির কর বাদ দিয়ে মোট মুনাফার পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় ৬৭ শতাংশ। আর্থিক দিক থেকে এই বৃদ্ধির পরিমাণ হয়েছে ৩৩৫.৫৪ কোটি টাকা।
এই সংস্থাটির নেট নন পারফর্মিং অ্যাসেট গত অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিকে ছিল ২.০৩ শতাংশ। তবে এবারে তার পরিমাণ হ্রাস পেয়েছে। ২০২৩-২৪ সালের তৃতীয় ত্রৈমাসিকে এর পরিমাণ হয়েছে ১.৫২ শতাংশ। বর্তমানে এই কোম্পানি টির লোন বুকের পরিমাণ ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এর পরিমাণ হয়েছে ৫০৫৭৯.৬৭ কোটি টাকা।