Purulia Desi Camp: মাত্র ২৫ টাকায় রিসোর্ট! পুরুলিয়ায় রাত কাটানোর দুর্দান্ত সুযোগ

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে যে সকল জনপ্রিয় পর্যটন জেলাগুলি রয়েছে তার মধ্যে একটি হলো পুরুলিয়া (Purulia)। যেখানে বিভিন্ন সময় দূর দূরান্ত থেকে পর্যটকদের আগমন ঘটে থাকে। যারা পুরুলিয়া ঘুরতে যান তাদের সেখানে রাত কাটানোর জন্য হাজার হাজার টাকা দিয়ে রিসোর্ট ভাড়া করতে হয়। কিন্তু এই সকল রিসোর্টের মধ্যেই একটি রিসোর্ট রয়েছে যেখানে রাত কাটাতে খরচ হবে মাত্র ২৫ টাকা।

মাত্র ২৫ টাকায় রিসোর্টে রাত কাটানোর বিষয়টি সত্যিই অবিশ্বাস্য। তবে এই বিষয়টি অবিশ্বাস্য হলেও তা সম্ভব হয়েছে মূলত পুরুলিয়ার জয়পুরের দেশি ক্যাম্পের (Purulia Desi Camp) দৌলতে। বছর দুয়েক আগে জয়পুর রাজ পরিবারের এক সদস্য নিজেদের জমির মধ্যেই এই ক্যাম্প তৈরি করেছেন। পুরুলিয়ার বাজার লাগোয়া দেশি ক্যাম্পে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পর্যটক এখানে আসেন। অনেকটা জায়গা জুড়ে এই নেচার ক্যাম্প তৈরি করার কারণে তা পর্যটকদের আলাদাভাবে আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে।

পুরুলিয়ার জয়পুরের এই দেশি ক্যাম্প তৈরি করেছেন দেবজ্যোতি সিংহদেও। দেশি ক্যাম্প তৈরি করে তা পর্যটকদের জন্য খুলে দেওয়ার পাশাপাশি এখানেই মাত্র ২৫ টাকায় রাত কাটানোর সুযোগ করে দেওয়া হয়েছে। তবে এই সুযোগ অবশ্য সবার জন্য নয়। এই সুযোগ বেশ কিছু মানুষদের জন্য করে দেওয়া হয়েছে যারা বিভিন্ন সময় বিপদে আপদে সাহায্য পাবেন। যে কারণে পর্যটকরা এই ক্যাম্পে গেলে নির্ধারিত অর্থ দিয়েই তাদের রাত্রিবাস করতে হবে এবং বিনোদনে অংশগ্রহণ হবে।

এই বিষয়ে দেবজ্যোতি সিংহদেও জানিয়েছেন, “বহু মানুষ রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে পুরুলিয়ার বিভিন্ন জায়গা কাজের জন্য আসেন। তাদের মধ্যে অনেকে রয়েছেন যারা জয়পুরেও আসেন। আবার এই সকল মানুষদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন কারণে বাড়ি ফিরতে পারেন না। বাড়ি ফিরতে না পারার কারণে তাদের প্রচুর টাকা দিয়ে বিভিন্ন হোটেলে রাত কাটাতে হয়। এমন মানুষদের যাতে বিপদে পড়ে রাত কাটানোর জন্য হাজার হাজার টাকা খরচ করতে না হয় তাই তাদের মাত্র ২৫ টাকায় দেশি ক্যাম্পে থাকার সুযোগ করে দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন 👉 Marble Lake: ঘুরে আসুন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, রয়েছে হাতের কাছে পুরুলিয়াতেই

দেবজ্যোতি সিংহদেও আরও জানিয়েছেন, অনেকেই রয়েছেন যারা পুরুলিয়া এসেছেন এবং হঠাৎ তাদের যানবাহন খারাপ হয়ে গিয়েছে। হাতে টাকা পয়সা নেই। তাদের এই ক্যাম্পে মাত্র ২৫ টাকায় থাকতে দেওয়া হয়। এছাড়াও গ্রামগঞ্জের বহু মানুষেরা রয়েছেন যারা চিকিৎসার কারণে কলকাতা সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন। তাদের ভোররাতে ট্রেন ধরতে হবে। এই ধরনের মানুষদেরও মাত্র ২৫ টাকাতেই রাতে থাকতে দেওয়া হয়। মূলত মানুষের সাহায্যের জন্যই ২৫ টাকায় রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছে দেশি ক্যাম্পে।

এখন প্রশ্ন হল, কে পর্যটক আর কে বিপদে পড়ে ওই ক্যাম্পের রাত কাটাতে যাচ্ছেন তা কিভাবে বোঝা যাবে? এর জন্য জানানো হয়েছে, যারা কর্মসূত্রে পুরুলিয়ায় এসে বাড়ি ফিরতে পারেননি তাদের উপযুক্ত প্রমাণ দেখিয়েই ওই দেশি ক্যাম্পে মাত্র ২৫ টাকায় রাত কাটানোর সুযোগ পাবেন। ফলত, পর্যটকরা এই সুযোগ পাবেন না। তাদের পর্যটকদের জন্য নির্ধারণ করে দেওয়া মূল্যই দিতে হবে দেশি ক্যাম্পে থাকার জন্য।