নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীদের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল দার্জিলিং (Darjeeling)। দার্জিলিং শুধু বাঙ্গালীদের নয়, দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকেও পর্যটকরা প্রতিদিনই দার্জিলিং ট্যুরে (Darjeeling Tour) আসেন। তবে দার্জিলিং ঘুরতে যাওয়া মানেই বান্ডিল বান্ডিল টাকা খরচ। ট্রেনের টিকিট থেকে শুরু করে হোটেল ভাড়া, গাড়ি ভাড়া, কেনাকাটি ইত্যাদির পিছনে জলের মতো ২০-৩০ হাজার টাকা ফুরিয়ে যায়।
দার্জিলিং ভ্রমণ পর্যটকদের কাছে অনেক ব্যয়বহুল হওয়ার কারণে বহু পর্যটক রয়েছেন যারা এই শৈল শহরকে এড়িয়ে যান। তবে অনেকেই রয়েছেন যারা টাকা পয়সা বাঁচিয়ে কিভাবে কম খরচে দার্জিলিং ঘুরে আসা যায় সেই বিষয়ে খোঁজখবর চালান। তবে যতই খোঁজখবর চালানো হোক না কেন খুব একটা কম খরচে কিন্তু দার্জিলিং ট্যুর সম্ভব হয় না। তবে আজ আমরা ৫ টোটকার কথা জানাবো, যাতে করে আপনারা মাত্র ৫০০০ থেকে ৬০০০ টাকাতেই দার্জিলিং ঘুরে আসতে পারেন।
পাঁচ থেকে ছয় হাজার টাকাতেই সঠিক ট্যুর প্ল্যান জানলে দুই রাত ও তিন দিনের জন্য দার্জিলিং ট্যুর করা যেতে পারে। তবে এই সস্তায় দার্জিলিং ট্যুর করতে হলে লাক্সারি ভাব রাখলে হবে না। এক্ষেত্রে প্রথমেই আপনাকে বাস ছেড়ে ট্রেনের স্লিপার কোচে উঠতে হবে। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে কোনভাবেই প্রাইভেট গাড়ি ভাড়া করলে হবে না, বরং টোটো চড়ে আসতে হবে তেনজিং নোরগে গিয়ে বাসস্ট্যান্ড। সেখান থেকে মাত্র ১০০ টাকা ভাড়া দিয়ে বাসে পৌঁছে যাওয়া যাবে দার্জিলিং।
আরও পড়ুন ? Travel Spot: উত্তরবঙ্গ মানেই দার্জিলিং নয়, ভারত-ভুটানের নদীর পাড়ের এই গ্রাম গেলেও মন ছড়িয়ে যায়
এরপর দার্জিলিঙে পৌঁছে যে সকল সরকারি লজ বা হোটেল রয়েছে, সেই সকল সরকারি লজ বা হোটেলে উঠতে হবে। যেগুলির ভাড়া মাত্র ৮০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে হয়ে থাকে। এছাড়াও দার্জিলিংয়ের আনাচে-কানাচে বেশ কিছু জায়গায় ছোট ছোট হোমস্টে রয়েছে যেগুলিতে ৩০০ থেকে ৫০০ টাকাতেও থাকতে দেওয়া হয়। সুতরাং কলকাতা থেকে ট্রেনে চড়ে নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে বাসে চড়ে দার্জিলিং এবং সস্তায় থাকার জায়গা খুঁজলেই সস্তায় দার্জিলিং ট্যুর হতে পারে।
এর পাশাপাশি দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা ঘোরার জন্য প্রাইভেট গাড়ি করলে হবে না। বরং সেখানে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য যে সকল শেয়ার গাড়ি রয়েছে সেগুলি করতে হবে। সেগুলির ভাড়া স্থান বিশেষে ১৫ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আর এই সকল গাড়িতে চড়েই আপনাকে ঘুরে দেখতে হবে টাইগার হিল, মহাকাল মন্দির, ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ, হিমালয়ান জুলজিক্যাল পার্ক ইত্যাদি।