Third Floor Meaning: ‘থার্ড ফ্লোর’ মানে আসলে কত তলা? জানুন ফ্লোর গণনার বৈশ্বিক রহস্য!

Prosun Kanti Das

Published on:

Advertisements

Third Floor Meaning: ‘থার্ড ফ্লোর’ শুনে আপনি কি ভাবেন এটি তিন তলা? না কি চার তলা? লিফটে উঠলে হয়তো সমস্যা নেই, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনি ঠিক বুঝতে পারেন কি ‘থার্ড ফ্লোর’ আসলে কোন তলা? এই প্রশ্নটা অনেককেই বিভ্রান্ত করে ফেলে। কারণ, বিভিন্ন দেশে ফ্লোর গণনার নিয়ম একেবারেই আলাদা! চলুন, জানি কোন দেশে কোন ফ্লোরকে কী বলা হয়।

Advertisements
ইউরোপ ও ব্রিটেনের নিয়ম: ‘গ্রাউন্ড’ মানেই মাটি!

ইউরোপের দেশগুলোতে, বিশেষ করে ব্রিটেনে, মাটির সমান স্তরকে ‘গ্রাউন্ড ফ্লোর’ বলা হয়। এর পরবর্তী তলাগুলোকে যথাক্রমে ‘ফার্স্ট ফ্লোর’, ‘সেকেন্ড ফ্লোর’ ইত্যাদি নামে চিহ্নিত করা হয়। এই নিয়মে ‘থার্ড ফ্লোর’ (Third Floor Meaning) মানে আসলে চতুর্থ তলা। মাটির সমান তলাকে একতলা না ধরে ‘গ্রাউন্ড ফ্লোর’ ধরা হয়, যা শুনতে বেশ আলাদা মনে হয়।

Advertisements
আমেরিকা ও রাশিয়ার নিয়ম: ‘ফার্স্ট ফ্লোর’ মানে প্রথম তলা!

অন্যদিকে, আমেরিকা, রাশিয়া এবং চীনে ফ্লোর গণনার নিয়ম সম্পূর্ণ ভিন্ন। সেখানে একতলাকেই বলা হয় ‘ফার্স্ট ফ্লোর’, আর এর ওপরের তলাগুলো যথাক্রমে ‘সেকেন্ড ফ্লোর’, ‘থার্ড ফ্লোর’। অর্থাৎ, আমেরিকায় যদি আপনি ‘থার্ড ফ্লোর’-এ যেতে চান, আপনাকে সত্যি সত্যিই তিন তলা অবধি উঠতে হবে!

Advertisements
ভারতের ফ্লোর গণনা: ইউরোপের ছোঁয়া!

ভারতে আমরা মূলত ব্রিটিশ নিয়ম অনুসরণ করি। এখানে একতলা বা মাটির সমান তলাকে ধরা হয় ‘গ্রাউন্ড ফ্লোর’, এবং এরপরের তলাগুলো হয় ‘ফার্স্ট ফ্লোর’, ‘সেকেন্ড ফ্লোর’। অর্থাৎ, ভারতের ক্ষেত্রে ‘থার্ড ফ্লোর’ মানে আপনি চতুর্থ তলায় দাঁড়িয়ে আছেন। তাই লিফটের বোতাম টিপে বা সিঁড়ি দিয়ে উঠার সময় বিভ্রান্ত হবেন না!

আরো পড়ুন: ভারত নেপাল সীমান্তে বাজেয়াপ্ত করা হলো ১৪০০ কুইন্টাল বিষাক্ত চিনা রসুন

ব্রাজিলের আলাদা নিয়ম: মাটি আর পাতালেও গণনা!

দক্ষিণ আমেরিকার ব্রাজিলে আরও মজার নিয়ম দেখা যায়। সেখানে মাটির সমান তলাকে ‘গ্রাউন্ড ১’ বলে চিহ্নিত করা হয় এবং এর পরের তলাগুলো হয় ‘ফ্লোর ১’, ‘ফ্লোর ২’। শুধু তাই নয়, পাতাল তলাগুলোকে ‘গ্রাউন্ড -১’, ‘গ্রাউন্ড -২’ হিসেবে গণনা করা হয়, যা অন্য দেশগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন।

মধ্য এশিয়া ও এশিয়ার নিয়ম: ফ্লোর ০ থেকে শুরু!

মধ্য এশিয়া এবং এশিয়ার বেশ কিছু দেশে ফ্লোর গণনার শুরুটা হয় ‘ফ্লোর ০’ দিয়ে। মাটির সমান তলাকে ‘ফ্লোর ০’ বলা হয় এবং এরপরের তলাগুলোকে যথাক্রমে ‘ফ্লোর ১’, ‘ফ্লোর ২’ ধরা হয়। এমনকি পাতাল তলাগুলোও এখানে আলাদা নাম পায়, যেমন ‘ফ্লোর -১’, ‘ফ্লোর -২’।

সারা বিশ্বে ফ্লোর গণনার পাঁচ রকম পদ্ধতি প্রচলিত। তাই আপনি যদি নতুন কোনো দেশে যান, সিঁড়ি দিয়ে উঠার আগে বা লিফটের বোতাম চাপার আগে নিশ্চিত হয়ে নিন কোন নিয়ম সেখানে প্রচলিত। তা না হলে ‘থার্ড ফ্লোর’ (Third Floor Meaning) মনে করে আপনি হয়তো চার তলায় গিয়ে উপস্থিত হবেন!

Advertisements