কেন্দ্রের পাঠানো তৃতীয় কিস্তির ৫০০ কারা কবে পাবেন, দেখে নিন দিনক্ষণ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মার্চ মাসে দেশে লকডাউন জারি হওয়ার সাথে সাথেই কেন্দ্র সরকার ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী গরিব কল্যান যোজনার আওতায় মহিলাদের প্রধানমন্ত্রী জনধন যোজনা (PMDJY) অ্যাকাউন্টে আগামী তিন মাস ৫০০ টাকা করে দেওয়া হবে।

Advertisements

Advertisements

আর ঘোষণা মত প্রথম ও দ্বিতীয় মাসের টাকা অর্থাৎ দুটি কিস্তির টাকা ইতিমধ্যেই কেন্দ্র সরকার উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। আর এবার তৃতীয় কিস্তির টাকা পাঠানোর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর সেই মতো শুক্রবার থেকে উপভোগক্তরা তাদের অ্যাকাউন্ট থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে পাঠানো তৃতীয় কিস্তির ৫০০ টাকা তুলতে পারবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা মতই কোন দিন কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং তা তুলতে পারবেন তা জানানো হলো ব্যাঙ্কের তরফ থেকে।

Advertisements

টাকা তোলার ক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রথম কিস্তি পাঠানোর পর চারিদিকে একটি গুজব রটেছিল। গুজবে বলা হচ্ছিল, অ্যাকাউন্ট থেকে একবারে সমস্ত টাকা তুলে নিতে হবে। আর যদি তা না করা হয় তাহলে পরবর্তীকালের যে কিস্তি তা পাঠাবেনা কেন্দ্র। কেন্দ্র সরকারের তরফ থেকে সেই গুজব উড়িয়ে দিয়ে বলা হয়, এই সকল যুক্তির কোনরকম বাস্তবতা নাই। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়, কেউ যদি তার অ্যাকাউন্ট থেকে টাকা না তোলেন সেক্ষেত্রেও তার টাকা অ্যাকাউন্টেই থেকে যাবে। কেন্দ্র সরকার সেই টাকা ফিরিয়ে নেবে না।

কেন্দ্র সরকারের তরফ থেকে এই ৫০০ টাকা যেদিন থেকে পাঠানো হয় তারপর থেকেই ব্যাঙ্ক এবং অন্যান্য সেলস পয়েন্টগুলিতে অজস্র লোকের ভিড় হতে শুরু করে। আর এই ভিড় এড়াতে পাঁচটি ধাপে অ্যাকাউন্ট নম্বরের ভিত্তিতে এই ৫০০ টাকা করে পাঠাচ্ছে কেন্দ্র। আর কেন্দ্র ও ব্যাঙ্কের দেওয়া নির্দিষ্ট সূচি অনুযায়ী উপভোগ তারা তাদের টাকা ব্যাঙ্কের শাখা, এটিএম অথবা সেলস পয়েন্ট থেকে তুলতে পারবেন। টাকা তোলার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, বাধ্যতামূলকভাবে ফেস মাস্ক পড়ে থাকতে হবে অথবা কাপড় দিয়ে মুখ ঢাকা রাখতে হবে।

কোন তারিখে কোন কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে

১) যে সমস্ত গ্রাহকদের প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নম্বরের শেষে শূন্য (০) এবং এক (১) রয়েছে তারা টাকা পাবেন ৫ই জুন।

২) যে সমস্ত অ্যাকাউন্টের শেষ নম্বর দুই (২) ও তিন (৩) রয়েছে তারা টাকা পাবেন ৬ই জুন।

৩) অ্যাকাউন্টের নম্বরের শেষে চার (৪) ও পাঁচ (৫) রয়েছে তারা টাকা পাবেন ৮ই জুন।

৪) ৯ই জুন টাকা পাবেন যাদের জনধন যোজনা অ্যাকাউন্টের নম্বরের শেষে ছয় (৬) ও সাত (৭) রয়েছে তারা।

৫) ১০ই জুন সেই সকল গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষে রয়েছে আট (৮) ও নয় (৯)।

Advertisements