Advertisements

Plan for Middle Class: সুদিন আসছে মধ্যবিত্তদের, তৃতীয়বার শপথ গ্রহণ করেই নয়া পরিকল্পনা নেবে মোদি সরকার

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ লোকসভা নির্বাচন চলার পর ফলাফল বের হতেই দেখা যায় ফের একবার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ জোট। এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ফলে তৃতীয়বারের জন্য তারা সরকার গঠন করতে চলেছে। তাদের তৃতীয় বারের সরকারেও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে ৯ জুন রবিবার শপথ নেবেন নরেন্দ্র মোদি। আর শপথ নেওয়ার আগেই তিনি জানিয়েছেন এবার তার পরিকল্পনা কি রয়েছে।

Advertisements

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে তৃতীয়বারের জন্য মোদি সরকার গঠন হওয়ার পর সবচেয়ে বেশি যাদের কথা ভাবা হবে তারা হলেন মধ্যবিত্ত (Plan for Middle Class)। অন্ততপক্ষে প্রধানমন্ত্রী নিজের যে ফোকাসের কথা জানিয়েছেন তাতেই উঠে এসেছে মধ্যবিত্ত এবং গৃহ সঞ্চয়ের বিষয়টি।

Advertisements

তৃতীয়বারের জন্য সরকার গঠন করার পর কেন্দ্র সরকারের যে সকল পরিকল্পনা রয়েছে তার মধ্যে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীকে দেশের অন্যতম উন্নয়নের চালিকাশক্তি করার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি সরকারের তরফ থেকে যে বিষয়টির উপর অন্যতম জোড় দেওয়া হবে সেটি হল নারী এবং গরিব মানুষদের অধিকার রক্ষা করা। তৃতীয় মোদি সরকার মূলত এবার এই সকল বিষয়গুলির উপর সবচেয়ে বেশি জোর দেবে বলেই আশা করা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? Prime Minister and President: প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি! মাসের শেষে কার পকেটে ঢোকে বেশি টাকা! দেখে নিন হিসেব-নিকেশ

সরকারের শপথ গ্রহণের পর প্রথম ১০০ দিনের কাজের পরিকল্পনার পাশাপাশি পরের ১০ বছরের পরিকল্পনার বিষয়েও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্ষেত্রে তিনি জানিয়েছেন, আগামী ১০ বছরে উন্নয়ন, সুশাসন, জীবনের মানোন্নয়ন, এর পাশাপাশি মানুষের জীবনে সরকারের হস্তক্ষেপ কমিয়ে আনার বিষয়টির উপর উদ্যোগ নেওয়া হবে।

ভোটের প্রচার থেকে শুরু করে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে যে কথা শোনা দিয়েছে তা হল প্রত্যেকের বাড়ি। এক্ষেত্রে সরকারিভাবে বিভিন্ন প্রকল্প চালু করার পাশাপাশি মধ্যবিত্তদের আবাসন তৈরি করার জন্য খরচ যতটা সম্ভব কমিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে। আর কেন্দ্র সরকারের এই সকল পরিকল্পনা আগামী বাজেটে সংযুক্ত হবে বলেই মনে করা হচ্ছে।

Advertisements