বাংলায় আরও একটা বন্দে ভারতের ট্রায়াল শুরু, চলবে এই রুটে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে রেল পরিষেবা (Indian Railways) হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা। গুরুত্বপূর্ণ এই পরিবহন ব্যবস্থার ওপর ভর করে প্রতিদিন দেশের হাফ কোটির বেশি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। রেলের তরফ থেকেও এই ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে যাত্রীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। সেই সকল সুযোগ সুবিধার মধ্যেই একটি হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।

Advertisements

বর্তমানে দেশের সবচেয়ে গতিসম্পন্ন এই ট্রেনটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। এই ট্রেনটি ইতিমধ্যেই দেশের বিভিন্ন রুটে চলাচল করছে। পশ্চিমবঙ্গের প্রথম হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের সূচনা হয়। এরপর দিন কয়েক আগেই সূচনা হয়েছে হাওড়া পুরি বন্দে ভারতের। এসবের মধ্যেই বাংলার তৃতীয় বন্দে ভারতের ট্রায়াল রান শুরু হয়ে গেল।

Advertisements

গত বৃহস্পতিবার হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার পরই রাতে নতুন একটি বন্দে ভারতের রেক এসে পৌঁছাই নিউ জলপাইগুড়ি স্টেশনে। এরপর রবিবার ওই ট্রেনটির ট্রায়াল রান হয়। তবে ট্রায়াল রানের শুরু থেকেই নানান বিতর্ক দানা বাঁধছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। একদিকে শ্রমিকদের বিক্ষোভ অন্যদিকে স্টপেজ নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।

Advertisements

আরও পড়ুন : সোমবার বাতিল হাওড়া পুরী বন্দে ভারত, বুকিং টিকিটের কী হবে!

তবে এই সকল বিতর্কেকে দূরে সরিয়ে খুব তাড়াতাড়ি বাংলার তৃতীয় বন্দে ভারতের সূচনা হয়ে যাবে বলে জানিয়েছেন কাটিহার নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সঞ্জয় চিলওয়ারওয়ার। বাংলার তৃতীয় যে বন্দে ভারতের সূচনা হতে চলেছে সেই ট্রেনটি হতে চলেছে উত্তর-পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত।

বাংলার তৃতীয় বন্দে ভারত যাতায়াত করবে নিউ জলপাইগুড়ি থেকে অসমের গুয়াহাটি। এই ট্রেনটির সূচনার দিন সম্পর্কে এখনো পর্যন্ত সঠিকভাবে কিছু জানা না গেলেও জানা যাচ্ছে, সপ্তাহে ছয় দিন যাতায়াত করবে ট্রেনটি। নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটির দূরত্ব ৪১০ কিলোমিটার পৌঁছে যাওয়া যাবে মাত্র ৬ ঘন্টায়। বাংলায় এখনো পর্যন্ত যে সকল বন্দে ভারত যাতায়াত করছে তার মধ্যে সবচেয়ে কম দূরত্বের বন্দে ভারত হতে চলেছে এই ট্রেনটি।

Advertisements