চাকা গড়ালো তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের, ভাড়া কত রাখা হয়েছে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে সকল স্বপ্নের প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম প্রকল্প হল বন্দে ভারত এক্সপ্রেস। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া এই সেমি হাই স্পিড ট্রেনের উপর এখন দেশের নাগরিকদের পাখির চোখের মতো নজর রয়েছে। কেনই বা থাকবে না?

Advertisements

কারণ এর আগে ভারতে এমন দ্রুতগতির ট্রেন চলেনি, এই ট্রেনে যে ধরনের সুবিধা দেওয়া হয়েছে সেই সকল সুবিধা আগে কখনো যাত্রীরা উপভোগ করেননি। ২০২৩ সালের ১৫ আগস্টের মধ্যে দেশে ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার কথা রয়েছে। তার দিকেই তাকিয়ে সকলে।

Advertisements

৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্যে ইতিমধ্যেই তিনটি ট্রেন ট্র্যাকে চলতে শুরু করে দিয়েছে। শুক্রবার তৃতীয় ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ট্রেনটি চলাচল করবে গুজরাটের গান্ধীনগর স্টেশন থেকে মুম্বাই। এর আগে যে দুটি ট্রেন চালু হয়েছিল সেই দুটি ট্রেন যাতায়াত করে দিল্লি ও বারানসী এবং দিল্লি ও বৈষ্ণদেবী কর্তা পর্যন্ত।

Advertisements

তৃতীয় যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করলো সেটি মুম্বই সেন্ট্রাল স্টেশন থেকে এই ট্রেন ৬:১০ মিনিটে ছাড়বে এবং গান্ধীনগর পৌঁছাবে ১২:৩০ মিনিটে। অন্যদিকে গান্ধীনগর থেকে এই ট্রেন ছাড়বে ২:০৫ মিনিটে, মুম্বই পৌঁছাবে ৮:৩৫ নাগাদ। সুরাট, ভদোদরা সহ বিভিন্ন স্টেশনে এই ট্রেন থামবে।

এই ট্রেনের পুরো যাত্রা পথের জন্য যাত্রীদের এক্সিকিউটিভ চেয়ার কারে ২৫০৫ টাকা এবং চেয়ার কারের জন্য ১৩৮৫ টাকা ভাড়া দিতে হবে। এই ট্রেনে রয়েছে বিমানের মত যাত্রী পরিষেবা। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে রাখা হয়েছে কবজ টেকনোলজি। কলিশন অ্যাভয়ডেন্স সিস্টেমও রাখা হয়েছে এই ট্রেনে।

Advertisements