শর্মিষ্ঠা চ্যাটার্জী : বর্তমানে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তার যেমন খারাপ দিক রয়েছে তেমন ভালো দিক ও রয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের দৌলতে এখন সারা দুনিয়া আমাদের হাতের মুঠোয়।
সেই সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত কত আজব ঘটনাই না চোখে পড়ে আমাদের। কিছু ঘটনা আমাদের তাজ্জব করে দেয় কিছু আবার অনুপ্রেরণা যোগায়।
তেমনই এক নজর কাড়া ভিডিও সম্প্রতি তাঁর টুইটারে শেয়ার করেছেন আইপিএস অফিসার দিপাংশু কাবরা। ভিডিওটিতে দেখা গিয়েছে একটি মহিষ তার জলের তেষ্টা মেটাতে নিজের শিং দিয়ে পাম্প করে যাচ্ছে। যে ভিডিও দেখে নেটিজেনরা ওই মোষ বা মহিষের বুদ্ধির তারিফ করতে ভুলে যাননি।
ভিডিওটিতে আরও দেখা হচ্ছে মহিষেরা একদল থাকলেও বাকিরা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ওই মহিষটি তার বুদ্ধির জোরে তেষ্টা মেটানোর জন্য নিজেই সমস্যার সমাধান করে নিয়েছে। আইপিএস অফিসারের শেয়ার করা ভিডিওটি দেখে কিন্তু বেশ মজা পেয়েছেন দর্শকরা সেইসঙ্গে ওই মহিষটি খুব প্রশংসাও কুড়িয়েছে সবার। ইতিমধ্যে ভিডিওটি ২,১২,০০০ দর্শকের কাছে পৌঁছে গিয়েছে।
अब बताओ – "अक्ल बड़ी या भैंस"? ? pic.twitter.com/ee4bipnEGZ
— Dipanshu Kabra (@ipskabra) November 19, 2021
অফিসার দীপাংশু কারবা ভিডিওটি শেয়ার করার সাথে সাথে একটি আকর্ষণীয় ক্যাপশন ও যোগ করেছেন। তিনি লিখেছেন, ‘অব বাতাও, অকাল বড়ি ইয়া ভ্যাঁস।’ অর্থাৎ তিনি এর দ্বারা মহিষটির যে বুদ্ধির প্রখরতা অনেকগুণ বেশি কাজে লাগিয়েছে গায়ের জোরের থেকে তাই বোঝাতে চেয়েছেন। যদিও ভিডিওটি দেখে দর্শকরা কিন্তু ভীষণ মজা পাচ্ছেন।