নিজস্ব প্রতিবেদন : প্রতিটি মানুষ রুজি রোজগারের জন্য দিনভর ছুটে বেড়ান। তারা দিনভর এই পরিশ্রমের ফলে যে রোজগার করেন তা দিয়ে সংসার চালান। অন্যদিকে এই সংসার খরচ চালানোর পাশাপাশি তাদের মধ্যে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের লক্ষ্যমাত্রাও থাকে। সঞ্চয়ের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ফিক্সড ডিপোজিটের পথ বেছে নেন।
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দফায় দফায় রেপো রেট বৃদ্ধি করার পর বহু ব্যাংকের ফিক্সড ডিপোজিটে প্রাপ্ত সুদের পরিমাণ বদলে গিয়েছে। আগের তুলনায় অনেকটাই বেড়েছে সুদের পরিমাণ। তবে এই সকল ব্যাংকগুলির মধ্যে এমন কিছু ব্যাংক রয়েছে যেগুলি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭% পর্যন্ত সুদ দিচ্ছে।
ফিক্সড ডিপোজিট করার ক্ষেত্রে যে সকল প্ল্যান রয়েছে সেগুলি মূলত শুরু হয় সর্বনিম্ন ৭ দিন থেকে। সাত দিন থেকে দশ বছর পর্যন্ত এই সকল ফিক্সড ডিপোজিট প্ল্যানে টাকা রাখা যায়। সঞ্চয়ের মেয়াদের উপর সুদের পরিমাণ নির্ভর করে। আবার প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুদের পরিমাণ অনেকটাই বেশি রাখা হয়।
জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক (Jana Small Finance Bank): ৭.৩৫ শতাংশ।
উজ্জিবন স্মল ফিনান্স ব্যাঙ্ক (Ujjivan Small Finance Bank): ৭.২ শতাংশ।
ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক (Fincare Small Finance Bank): ৭ শতাংশ।
এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক (AU Small Finance Bank): ৬.৯ শতাংশ।
ডিসিবি ব্যাঙ্ক (DCB Bank): ৬.৬ শতাংশ।
ইয়েস ব্যাঙ্ক (Yes Bank): ৬.৫ শতাংশ।
আইডিফিসি ফার্স্ট ব্যাঙ্ক (IDFC First Bank): ৬.৫ শতাংশ।
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (IndusInd Bank): ৬.৫ শতাংশ।
আরবিএল ব্যাঙ্ক (RBL Bank): ৬.৩ শতাংশ।
সূর্যোদয় স্মল ফিনান্স (Suryoday Bank): ৬.৫ শতাংশ।