নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের প্রতিটি নাগরিকদের কাছে রেশন কার্ড অত্যন্ত জরুরী হয়ে দাঁড়িয়েছে। অন্ততপক্ষে যখন করোনা পরিস্থিতিতে মানুষ কাজ হারা হয়ে পড়েছেন, সেই সময় এই সকল রেশন কার্ড বিনামূল্যে সরকারি সহযোগিতায় খাদ্যশস্য সরবরাহ করছে। তবে যেসকল উপভোক্তারা এখনো পর্যন্ত এই রেশন কার্ড করার নেই তারা নতুন রেশন কার্ড করাতে চাইলে অন্ততপক্ষে এই দশটি ডকুমেন্ট লাগবেই।
নতুন রেশন কার্ড করানোর ক্ষেত্রে এই বিপুলসংখ্যক ডকুমেন্ট প্রয়োজন হয় সাধারণ নাগরিকদের একাংশ অভিযোগ করছেন, রেশন কার্ডের থেকে পাসপোর্ট পাওয়া অনেক সহজ। তবে শুধু নতুন রেশন কার্ড নয়, পাশাপাশি রেশন কার্ড রিনিউ, রেশন কার্ডে ইউনিট বৃদ্ধি প্রতিটি ক্ষেত্রেই প্রায়ই এই দশটি ডকুমেন্ট প্রয়োজন হচ্ছে।
১) পরিবারের প্রধানের পাসপোর্ট সাইজের ছবি।
২) পুরাতন রেশন কার্ড বাতিলের নথি অর্থাৎ শংসাপত্র।
৩) পরিবারের প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম ও শেষ পৃষ্ঠার জেরক্স।
৪) বাড়িতে রান্নার গ্যাস কানেকশন থাকলে তার বইয়ের জেরক্স।
৫) যার নামে নতুন রেশন কার্ড করাতে চান তার জন্ম শংসাপত্র অথবা উচ্চ বিদ্যালয়ের সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ড বা প্যান কার্ডের জেরক্স কপি।
৬) কোন বিশেষ শ্রেণীভূক্ত হলে তার কাস্ট সার্টিফিকেটের জেরক্স।
৭) বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের ক্ষেত্রে লাগবে সার্টিফিকেটের জেরক্স।
৮) দিতে হবে আয়ের প্রমাণপত্র। যারা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেন তাদের রিটার্নের রশিদ অথবা বেতন স্লিপ অথবা আয়ের ক্ষেত্রে শংসাপত্রের জেরক্স।
৯) যে সকল ব্যক্তিরা আবেদন করবেন তাদের প্রত্যেকের আধার কার্ডের জেরক্স।
১০) দিতে হবে ঠিকানার প্রমাণপত্র। সেক্ষেত্রে আবেদনকারীরা দিতে পারবেন তাদের শেষ বিদ্যুৎ বিলের জেরক্স অথবা শেষ জল বিলের জেরক্স অথবা গৃহ করের জেরক্স।