This account will be closed on 31st March if the Minimum Deposit Amount is not deposited: প্রতিটি মানুষই চান নিজের ভবিষ্যতকে আর্থিক দিক সুরক্ষিত করে রাখতে কোন একটি নির্দিষ্ট বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে রাখতে। অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে বেশিরভাগ মানুষই ভরসা রাখেন বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্প গুলির উপর। এই সমস্ত স্বল্প সঞ্চয় স্কিম গুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয় কয়েকটি স্কিম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা, পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF এবং ন্যাশনাল পেনশন সিস্টেম বা NPS। এই প্রকল্প গুলিতে অর্থ বিনিয়োগ করতে গেলে নিয়ম অনুসারে প্রতি অর্থবর্ষেই গ্রাহককে ন্যূনতম অর্থলগ্নি (Minimum Deposit Amount) করতে হয়।
প্রতি অর্থবছরে গ্রাহক যদি ন্যূনতম অর্থ (Minimum Deposit Amount) বিনিয়োগ না করেন সে ক্ষেত্রে তার অ্যাকাউন্ট হিমায়িত করে দেওয়া হয় অর্থাৎ সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয় নির্দিষ্ট নিয়ম না মানার জন্য গ্রাহকের উপর জরিমানাও করা হয়। সাধারণত মার্চ মাসের ৩১ তারিখে শেষ হয় একটি অর্থবর্ষ। সেই হিসাব অনুযায়ী আগামী মার্চ মাসের ৩১ তারিখ শেষ হবে ২০২৩-২০২৪ সালের অর্থবর্ষ। অর্থাৎ ওই তারিখের মধ্যেই সুকন্যা সমৃদ্ধি যোজনা, পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস এর অ্যাকাউন্টে গ্রাহকদের ন্যূনতম অর্থ জমা করতে হবে।
৩১শে মার্চ দিনটি আবার আয়কর জমা দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার আয়করের হিসাব নিকাশও জড়িয়ে আছে এই দিনটির সঙ্গে। বর্তমানে আমাদের দেশে দুই ধরনের কর ব্যবস্থা প্রচলিত আছে। যে সব গ্রাহকরা পুরানো কর কাঠামো মেনে কর দেবেন তাদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা, পাবলিক প্রভিডেন্ট ফান্ড ও ন্যাশনাল পেনশন সিস্টেম স্কিমে বিনিয়োগ করা অত্যন্ত লাভজনক। দেখে নেওয়া যাক ৩১ মার্চের আগে এই স্কিম গুলিতে ন্যূনতম টাকা জমা দেওয়ার পরিমাণ কত।
১) সুকন্যা সমৃদ্ধি যোজনা
এই প্রকল্পের অধীনে যাদের অ্যাকাউন্ট আছে তাদের ৩১ মার্চ তারিখের মধ্যে এই প্রকল্পে ন্যূনতম ২৫০ টাকা জমা (Minimum Deposit Amount) দিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে টাকা জমা না দিলে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টকে ডিফল্ট বলে ঘোষণা করা হবে। সেক্ষেত্রে আবার এই অ্যাকাউন্টটিকে সচল করতে ৫০ টাকা জরিমানা দিতে হবে অর্থ লগ্নিকারীকে।
২) পাবলিক প্রভিডেন্ট ফান্ড
২০১৯ সালে পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমটিকে পরিচালনা করার জন্য যে আইন নির্ধারণ করা হয়েছিল সেই আইন আনুযায়ী বলা হয়েছিল গ্রাহককে প্রতি অর্থবর্ষে এই অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০ টাকা জমা করতেই হবে। ৩১ মার্চের মধ্যে তা জমা না করলে এই পিপিএফ অ্যাকাউন্টটি ইন অ্যাক্টিভ বা সাময়িকভাবে বন্ধ বলে বিবেচিত হবে। পুনরায় এই অ্যাকাউন্ট চালু করতে ৫০ টাকা জরিমানা দিতে হবে।
৩) ন্যাশনাল পেনশন সিস্টেম
বিশেষ এই স্কিমটির ক্ষেত্রে প্রতি অর্থবর্ষে ন্যূনতম ১০০০ টাকা করে জমা (Minimum Deposit Amount) করতে হবে গ্রাহককে। এই কাজ না করলে নির্দিষ্ট সময় পর ৫০০ টাকা জরিমানা করা হবে।