Caveman: সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল বহু জিনিসই চোখে পড়ে, যা সত্যি অবিশ্বাস্য। তারকাদের জীবন সাধারন মানুষের জীবনের থেকে অনেক আলাদা। তারা ছদ্মবেশে অনেক সময় রাস্তায় ঘুরে বেড়াতে পারেন। মানুষ যাতে চিনতে না পারে তার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে। কিন্তু আজকের এই প্রতিবেদনে এমন একটি ভিডিও সামনে এসেছে যা সত্যি বিশ্বাস করার মত নয়।
অভিনেতারা লাইমলাইটে আসার জন্য যেকোনো সময় যেকোন কাজ করতে পারেন। সাধারণ মানুষের পক্ষে যে কাজগুলো করা অসম্ভব যেকোনো তারকার কাছে তা খুব সহজেই সম্ভব হয়। খুব সহজেই তারা পাল্টে ফেলতে পারে নিজেদের বেশভূষা এবং ইচ্ছামতো করে বেড়াতে পারে বহু জায়গায়। মানুষ যাতে তাদের সহজে চিনতে না পারে তার জন্য নানারকম ছদ্মবেশের সাহায্য নেয় তারা। তবে, এইভাবে? এর আগেও এই ব্যক্তি কলকাতায় এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। তবে আজকের প্রতিবেদনে যে চিত্র ফুটে উঠেছে তাতে রীতিমতো গুহামানব (Caveman) হয়ে গেছে তিনি।
কিন্তু সেখান থেকে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়। এমনকি ঢোকার কোনরকম সুযোগ পাননি তিনি। সেখান থেকেও নিরাশ হয়ে ফিরে আসতে হয়েছিল এই অভিনেতাকে। সৌরভের বাড়ির সামনে গিয়েই তিনি বলছিলেন যে দাদার সঙ্গে দেখা করতে চাই। যদিও সৌরভের বাড়ির গার্ডরা তাকে শেষ পর্যন্ত ঢুকতে দেয়নি সৌরভের বাড়িতে। তাতে আদৌ কিছু এসে যায়না, কারণ এই ব্যক্তি থামার নয়।
আরও পড়ুন: মহাকুম্ভে পুণ্য স্নান করলেন নিজের মৃত্যুর গুজব রটানো পুনম পান্ডে
অভিনেতাকে আবার দেখা গেল, মুম্বাইয়ের রাস্তায় ঘুরে বেড়াতে। তিনি যেভাবে ঘুরছেন তাতে কাক পক্ষীও টের পাবেন না আসলে তিনি কে? তাঁদের সামনে দাঁড়িয়ে আছে, একজন এত বড় মাপের অভিনেতা। লম্বা লম্বা চুল, গায়ে ছেঁড়া ফাটা জামাকাপড়, বস্তা জড়িয়ে রেখেছেন তিনি (Caveman)। এরকম বেশেই তিনি ঘুরে বেড়াচ্ছেন সবার সামনে। এমন একজনকে দেখে যেন কেউই নজর না ঘুরিয়ে পারলেন না। এরকম অদ্ভুত চেহারার মানুষকে দেখে অনেকেই ভয় পেয়েছেন।
To Ye Caveman Amir Khan Tha BC 😲😲
But Why ? pic.twitter.com/fRgDB6cEhr
— POSITIVE FAN (@imashishsrrk) January 29, 2025
তাঁকে হঠাৎ দেখলে মনে হবে যেন আদিম যুগের গুহা মানব। এমনকি নিজের আচার-আচরণ সম্পূর্ণ বদলে ফেলেছেন তিনি। অদ্ভুত হাঁটাচলায় সকলেরই নজর কাড়ছেন। জানেন এই বিখ্যাত অভিনেতা আসলে কে? তিনি হলেন আমির খান। তাকে দেখলে একবারও চেনার উপায় নেই। কেন তার এরকম অবস্থা? প্রকাশ্যে এসেছিল তাঁর গুহামানব (Caveman) তৈরি হওয়ার পেছনের দৃশ্যও। লম্বা লম্বা চুল লাগিয়ে, মোটা করে ভুরু এঁকেই তিনি এই কান্ড করলেন। তাহলে কি ছবির জন্য এরকম তার চেহারার অবস্থা? তাঁকে একেবারেই চেনা যাচ্ছে না।