এসে গেল সস্তায় হোটেল রুমের ভিতরে লুকানো ক্যামেরার হদিশ পাওয়ার ডিভাইস

Antara Nag

Published on:

বর্তমানে পৃথিবীতে কম-বেশি অনেকেই ভ্রমণপিপাসু। অনেকেই দূর দূরান্তে ভ্রমণ করতে খুবই ভালোবাসে। সেই দূর দূরান্তে ভ্রমণ করতে গেলে মানুষদের হোটেলে থাকতেই হয়। বর্তমানে অনেক হোটেলে হিডেন ক্যামেরা লাগানো থাকার অভিযোগ এসেছে সোশ্যাল মিডিয়া সহ সংবাদ মাধ্যমে। সম্প্রতি কিছুদিন আগেই নয়ডার ওয়ও রুমে এই হিডেন ক্যামেরার হদিস পাওয়া গিয়েছিল।

বর্তমানে মানুষ এই ধরনের সমস্যায় যাতে না পড়ে তার জন্য একটি ডিভাইস চালু করা হয়েছে। চলুন জেনে নিন কিভাবে এই ডিভাইসটি ব্যবহার করে হিডেন ক্যামেরা সনাক্ত করতে পারবেন। অ্যান্টি-স্পাই ক্যামেরা এমন একটি ডিভাইস বা টুল যার মাধ্যমে আপনি কোন সিসিটিভি ক্যামেরা সহজেই শনাক্তকরণ করতে পারবেন। ভারতীয় মুদ্রায় এই অ্যান্টি-স্পাই ক্যামেরার দাম ৫০০০ টাকা।

বর্তমানে ভ্রমণ করতে গেলে মানুষকে সঙ্গী বা পরিবার নিয়ে হোটেলে থাকতেই হয়। তাই ভ্রমণপিপাসু মানুষদের কাছে হোটেলের চাবিকাঠি হল নির্ভয় বা ঝঞ্ঝাটহীন পরিবেশ। তাই কোনো হোটেলের রুম নির্ভয় পরিবেশে আছে কিনা তা সনাক্ত করার জন্য অ্যান্টি-স্পাই ক্যামেরা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে ব্যবহার করবেন চলুন জেনে নিন।

প্রথমে এই অ্যান্টি-স্পাই ক্যামেরার সুইচটিকে অন করতে হবে। এরপর সেই ক্যামেরার এল ই ডি ফ্ল্যাশ লাইট চালু করবেন এবং লাল প্রতিফলিত দাগ অর্থাৎ হিডেন ক্যামেরা খোঁজার জন্য সেই লাইটটি দিয়ে পুরো ঘরটি স্ক্যান করবেন। এই ক্যামেরা সাহায্যে আপনি হিডেন ক্যামেরার সুক্ষ্ম লেন্সকে খুঁজে পাবেন। এবার যদি দেখেন কোনো উজ্জ্বল লাল আলো আপনার দিকে প্রতিফলিত হয়েছে। তাহলে বুঝবেন সেই ঘরের মধ্যে হিডেন ক্যামেরা তো আছে এবং কোন জায়গায় আছে সেটাও খুঁজে পেয়ে যাবেন।

এছাড়া এই অ্যান্টি-স্পাই ক্যামেরা আপনি যদি কোথাও একা থাকেন সেখান থেকে আপনাকে মুক্ত করতেও সহায়তা করবে। কিভাবে জেনে নিন। যদি আপনি বিপদে পরেন তাহলে এই ডিভাইসের আঙ্গুলের সামনের সুইচটি বন্ধ করলে বা টিপে ধরে রাখলে একটি বিকট শব্দ নির্গত হবে। যার ফলে কেউ বুঝতে পারবে যে ওই জায়গায় কেউ বিপদে পড়েছে।