নিজস্ব প্রতিবেদন : বহু মানুষ রয়েছেন যারা নিজেদের স্বপ্নপূরণ করার জন্য বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণ (Loan) নিয়ে থাকেন। মূলত তাদের কাছে স্বপ্নপূরণের জন্য বা প্রয়োজনের জন্য পর্যাপ্ত অর্থ না থাকার কারণেই বাধ্য হয়ে ঋণ নেন সুদের বিনিময়ে। এবার এই ধরনের ঋণগ্রহীতাদের চিন্তা বাড়ালো একটি সরকারি ব্যাংক। কেননা ঐ ব্যাংকের তরফ থেকে দিনের উপর সুদের হার বাড়িয়ে দেওয়া হয়েছে।
এমনিতে মূলত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে রেপো রেটে পরিবর্তন আনা হলে বিভিন্ন ব্যাংক সুদের হারে পরিবর্তন আনে। এপ্রিল মাসের ৫ তারিখ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুদ্রা কমিটি বৈঠকে বসবে এবং সেই দিন রেপো রেটের ক্ষেত্রে পরিবর্তন আনা হতে পারে। তবে সেই পরিবর্তন আসার আগেই ১ এপ্রিল থেকে ঋণগ্রহীতাদের জন্য নতুন সুদের হার বসালো সরকারি ব্যাংক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (BoI New Loan Interest Rate)।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ১ এপ্রিল থেকে লোনের ওপর নতুন করে যে সুদের হার ধার্য করা হয়েছে সেই সুদের হার অনুযায়ী আগের তুলনায় ১০ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধি করা হয়েছে। এর অর্থ হলো এখন থেকে সুদের উপর ঋণগ্রহীতাদের ০.১০ শতাংশ বেশি সুদ দিতে হবে। বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে রেপো রেট রয়েছে তা হল ৬.৫ শতাংশ। এক্ষেত্রে আগামী বৈঠকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোন পরিবর্তন আনলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি করে তার দিকেই চোখ থাকবে সবার।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে নতুন যে সুদের হার ধার্য করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে ঋণের উপর সুদের হার বেড়ে দাঁড়ালো ৯.৩৫ শতাংশ। আগে যেখানে সুদের হার ছিল ৯.২৫ শতাংশ। সুদের হার বৃদ্ধি পাওয়ার ফলে স্বাভাবিকভাবেই চাপ বাড়বে ঋণগ্রহিতাদের। সুদের হার বৃদ্ধি পাওয়ার ফলে তাদের ইএমআই বেড়ে যাবে এবং তা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।
তবে কেবলমাত্র ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয়, এর পাশাপাশি ঋণের উপর সুদের হার বৃদ্ধি করা হয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফ থেকেও। ইন্ডিয়ান ব্যাঙ্কের বেস ও স্ট্যান্ডার্ড প্রাইম লেন্ডিং বাড়ানো হয়েছে ০.৫ শতাংশ। তাদের নতুন সুদের হার কার্যকর হবে আগামী ৩ এপ্রিল থেকে।